গত বছর ডিসেম্বর মাস থেকে মরসুমের শুরুতে রোজ মাঠে আসতেন টিম ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্য৷ কিন্তু আই লিগ শুরু হতেই আর তাঁকে দেখা যেত না প্র্যাকটিসে ৷ এরপর এক রহস্যের সৃষ্টি হয় খালিদের দলের ম্যানেজার অর্র্থ মনোরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে৷ এখন প্রশ্ণ ছিল হঠাৎ কি হল তাঁর?
তাঁকে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলেন ---ম্যানেজারের পদে তিনি উৎসাহ পাচ্ছেন না৷ ইষ্টবেঙ্গল ফুটবল সচিবের কাছে জানতে চাওয়া হলে তাঁরা জানায়--- ব্যক্তিগত কারণেই তিনি দলে থাকতে চাননি৷ গত চার বছর আগে তিনি ক্লাব কোচিং করাও ছেড়ে দিয়েছিলেন৷ কিন্তু চারবছর পর তিনি আবার ক্লাবকোচিংয়ে ফিরছেন৷
ইষ্টবেঙ্গলকে জাতীয় লিগ দেওয়া কোচকে এবার দেখা যাবে টালিগঞ্জের অগ্রগামী বেঞ্চে৷ এই প্রস্তাবটা তিন-চারদিন আগে তাঁর কাছে আসে৷ তিনি ভাববার জন্য সময় চেয়েছিলেন কিন্তু পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি টালিগঞ্জের হয়ে কোচিং করবেন৷ তিনি সামনের সপ্তাহে ক্লাবের বড় আধিকারিকদের সঙ্গে কথা বলবেন৷ পায়ের অস্ত্রপ্রচারের পর সুস্থ হয়ে তিনি আবার ফিরবেন মাঠে৷ তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন--- মোহনবাগান ও ইষ্টবেঙ্গলে তো আর কোচিং করার সুযোগ নেই ৷ তাই এনাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম৷ ইষ্টবেঙ্গলকে তিন দফায় কোচিং করিয়েছেন মনোরঞ্জন ভট্টাচার্য৷