লেখক
অরুণিমা
পরমপুরুষ তোমার কাছে
প্রার্থনা করি,
লেখাপড়া শিখে যেন
‘মানুষ’ হতে পারি৷
সমাজসেবা করি যেন
ঢেলে মন-প্রাণ,
উঁচু-নীচু, ছোট-বড়,
সবার সমান৷
মানুষ পশু-পাখী আর
তৃণ তরুলতা
সবার সাথে থাকে যেন
ভাব সমতা৷
বাবার প্রতি শ্রদ্ধা যেন
থাকে আমার মনে,
মায়ের প্রতি ভক্তি যেন
থাকে সর্বক্ষণে৷
এই আশিস দাও গো আমায়
আমার পরম গুরু
(তব) চরণরেণু মাথায় নিয়েই
কর্মজীবন শুরু৷
- Log in to post comments