প্রাউট দর্শন অনুসারী ‘আমরা বাঙালী’ ত্রিপুরায় ২৫টি আসনে প্রার্থী দিচ্ছে

সংবাদদাতা
পি.এন.এ, আগরতলা
সময়

 ত্রিপুরার আসন্ন ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্র্ধরণের জন্যে ‘আমরা বাঙালী’র  শিবনগর, কলেজ রোডে (আগরতলা) ‘আমরা বাঙালীর কার্র্য্যলয়ে আমরা বাঙালীর রাজ্যকমিটির সকল সদস্য ও কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়কে  নিয়ে  এক আলোচনা সভা হয়৷ এই আলোচনা সভাতে নিম্নলিখিত ২৫টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ ২৪ জন প্রার্থীর নামও ঘোষণা করা হয়৷ ১ জনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়৷

‘আমরা বাঙালী’র ইস্তাহারে অসমে যে বাঙালী নির্র্যতন চলছে  ও নাগরিকপঞ্জী থেকে  বাঙালীদের নাম বাদ দিয়ে বাঙালীদের বিদেশী হিসেবে ঘোষণা করার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে দেশের সমস্ত বাঙালীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানানো হয়েছে৷

এছাড়া বলা হয়েছে, গত ৩৫ বছর ধরে ত্রিপুরায় প্রচণ্ড ধরণের  সিপিএম-এর  সন্ত্রাস, খুন, নির্র্যতন, বিভিন্ন বিরোধী দলের নেতা ও কর্মীদের  ওপর অমানুষিক অত্যাচার, শিশুহত্যা প্রভৃতির ফলে  এখানকার মানুষের মনে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ মানুষ এ থেকে মুক্তি পেতে চাইছে ৷ সঙ্গে সঙ্গে এরাজ্যে দারিদ্র্য ও বেকার সমস্যা চরম৷ এই সমস্ত সমস্যার  একমাত্র স্থায়ী সমাধানের রাস্তা রয়েছে মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের ‘প্রাউট’ দর্শনের মধ্যে৷ আমরা বাঙালী প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্রকেই বাস্তবায়িত করতে  চায়৷

এরাজ্যে যারাই  স্থায়ীভাবে বাস করে, তাদের সবাইকে সমদৃষ্টিতে দেখে আমরা  সবার উন্নয়ন চাই৷ ‘আমরা বাঙালী’ কোনো বিভেদের  রাজনীতি  চায় না৷ সমতলবাসী বাঙালী ও পাহাড়বাসী বাঙালী , যাদের উপজাতি বলা হচ্ছে, ---আমরা চাই  সবাইকার সার্বিক সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন৷

ধনতন্ত্র বা মার্কসবাদে  আজকের সমাজের  সামাজিক ,অর্থনৈতিক কোনও সমস্যার যে স্থায়ী সমাধান সম্ভব নয়---তা প্রমাণিত৷ একমাত্র প্রাউটের মাধম্যে এই সমস্ত সমস্যারই সুষ্ঠু সমাধান সম্ভব৷

তাই আমরা বাঙালীর ইস্তাহারে সর্র্বত্মক শোষণমুক্ত সমাজ গড়তে  ‘আমরা বাঙালীকে সমর্থনের  জন্যে সবাইকে উদাত্ত আহ্বান  জানানো হয়েছে৷

আসন্ন বিধানসভা নির্বাচনে

ত্রিপুরায় আমরা বাঙালীর প্রার্থী তালিকা

বিধানসভা             প্রার্থীর নাম                      বিধানসভা              প্রার্থীর নাম

১৷     মোহনপুর                হরলাল দেবনাথ                       ১৩৷   বিলোনীয়া                 গৌরীশঙ্কর নন্দী

  ২৷     বামুটিয়া                  বিমল দাস                                 ১৪৷    সুরমা                          প্রাণেশ দাস

৩৷     বনমালীপুর             সিতা সাহা                                 ১৫৷   কমলপুর                    প্রেমতোষ দেব

  ৪৷     প্রতাপগড়                বীরেন্দ্র দাস                               ১৬৷  বীরগঞ্জ                      বিজয় দাস

৫৷     বাধারঘাট               ব্রজেন্দ্র চন্দ্র দাস                     ১৭৷    পাবিয়াছড়া               প্রাণেশ দাস

৬৷     কমলাসাগর             পরিমল সরকার                       ১৮৷  ধর্মনগর                     বিভাশ দাস

  ৭৷     বিশালগড়                সুবল সরকার                            ১৯৷   যুবরাজনগর             রমেশচন্দ্র দেবনাথ

৮৷     সূর্য্যমনিনগর          জগদীশ দাস                              ২০৷    পানিসাগর                 বিনোদ দেবনাথ

৯৷     নলছর                      আশুতোষ দাস                         ২১৷    পেচারফল                  কর্মধন চাকমা

১০৷   খোয়াই                     গৌতম দেব                                 ২২৷    কামালপুর                  কর্শধন চাকমা

১১৷   কল্যাণপুর                উত্তম কুমার দাস                    ২৩৷ কদমতলা                   গোপালকৃষ্ণ দেব

১২৷    তেলিয়ামুড়া            গোপাল সরকার                       ২৪৷    আশারামবাড়ী          সুচিত্রা দেববর্র্ম