ত্রিপুরার আসন্ন ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্র্ধরণের জন্যে ‘আমরা বাঙালী’র শিবনগর, কলেজ রোডে (আগরতলা) ‘আমরা বাঙালীর কার্র্য্যলয়ে আমরা বাঙালীর রাজ্যকমিটির সকল সদস্য ও কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়কে নিয়ে এক আলোচনা সভা হয়৷ এই আলোচনা সভাতে নিম্নলিখিত ২৫টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ ২৪ জন প্রার্থীর নামও ঘোষণা করা হয়৷ ১ জনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়৷
‘আমরা বাঙালী’র ইস্তাহারে অসমে যে বাঙালী নির্র্যতন চলছে ও নাগরিকপঞ্জী থেকে বাঙালীদের নাম বাদ দিয়ে বাঙালীদের বিদেশী হিসেবে ঘোষণা করার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে দেশের সমস্ত বাঙালীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানানো হয়েছে৷
এছাড়া বলা হয়েছে, গত ৩৫ বছর ধরে ত্রিপুরায় প্রচণ্ড ধরণের সিপিএম-এর সন্ত্রাস, খুন, নির্র্যতন, বিভিন্ন বিরোধী দলের নেতা ও কর্মীদের ওপর অমানুষিক অত্যাচার, শিশুহত্যা প্রভৃতির ফলে এখানকার মানুষের মনে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে৷ মানুষ এ থেকে মুক্তি পেতে চাইছে ৷ সঙ্গে সঙ্গে এরাজ্যে দারিদ্র্য ও বেকার সমস্যা চরম৷ এই সমস্ত সমস্যার একমাত্র স্থায়ী সমাধানের রাস্তা রয়েছে মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের ‘প্রাউট’ দর্শনের মধ্যে৷ আমরা বাঙালী প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্রকেই বাস্তবায়িত করতে চায়৷
এরাজ্যে যারাই স্থায়ীভাবে বাস করে, তাদের সবাইকে সমদৃষ্টিতে দেখে আমরা সবার উন্নয়ন চাই৷ ‘আমরা বাঙালী’ কোনো বিভেদের রাজনীতি চায় না৷ সমতলবাসী বাঙালী ও পাহাড়বাসী বাঙালী , যাদের উপজাতি বলা হচ্ছে, ---আমরা চাই সবাইকার সার্বিক সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন৷
ধনতন্ত্র বা মার্কসবাদে আজকের সমাজের সামাজিক ,অর্থনৈতিক কোনও সমস্যার যে স্থায়ী সমাধান সম্ভব নয়---তা প্রমাণিত৷ একমাত্র প্রাউটের মাধম্যে এই সমস্ত সমস্যারই সুষ্ঠু সমাধান সম্ভব৷
তাই আমরা বাঙালীর ইস্তাহারে সর্র্বত্মক শোষণমুক্ত সমাজ গড়তে ‘আমরা বাঙালীকে সমর্থনের জন্যে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে৷
আসন্ন বিধানসভা নির্বাচনে
ত্রিপুরায় আমরা বাঙালীর প্রার্থী তালিকা
বিধানসভা প্রার্থীর নাম বিধানসভা প্রার্থীর নাম
১৷ মোহনপুর হরলাল দেবনাথ ১৩৷ বিলোনীয়া গৌরীশঙ্কর নন্দী
২৷ বামুটিয়া বিমল দাস ১৪৷ সুরমা প্রাণেশ দাস
৩৷ বনমালীপুর সিতা সাহা ১৫৷ কমলপুর প্রেমতোষ দেব
৪৷ প্রতাপগড় বীরেন্দ্র দাস ১৬৷ বীরগঞ্জ বিজয় দাস
৫৷ বাধারঘাট ব্রজেন্দ্র চন্দ্র দাস ১৭৷ পাবিয়াছড়া প্রাণেশ দাস
৬৷ কমলাসাগর পরিমল সরকার ১৮৷ ধর্মনগর বিভাশ দাস
৭৷ বিশালগড় সুবল সরকার ১৯৷ যুবরাজনগর রমেশচন্দ্র দেবনাথ
৮৷ সূর্য্যমনিনগর জগদীশ দাস ২০৷ পানিসাগর বিনোদ দেবনাথ
৯৷ নলছর আশুতোষ দাস ২১৷ পেচারফল কর্মধন চাকমা
১০৷ খোয়াই গৌতম দেব ২২৷ কামালপুর কর্শধন চাকমা
১১৷ কল্যাণপুর উত্তম কুমার দাস ২৩৷ কদমতলা গোপালকৃষ্ণ দেব
১২৷ তেলিয়ামুড়া গোপাল সরকার ২৪৷ আশারামবাড়ী সুচিত্রা দেববর্র্ম