‘প্রাউট পাঠচক্র’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা ফেব্রুয়ারী দক্ষিণ কলকাতায় এক ‘প্রাউট-পাঠচক্রের’ উদ্বোধন করা হল৷ এখানে প্রতি শনিবার ৪টে থেকে ৬টা পর্যন্ত প্রাউট দর্শনের বিভিন্ন দিকের ওপর আলোচনা হবে৷ ৩রা ফেব্রুয়ারী প্রাউট পাঠচক্রের প্রথম দিনে সমাজের ক্রমবিকাশ ও প্রাউট-প্রবক্তার  বক্তব্য নিয়ে  এই বিষয় নিয়ে  আলোচনা  হয়৷ এদিন  প্রথম শ্রীমতী সুরশ্রী মাইতি  উদ্বোধনী সঙ্গীত হিসেবে একটি ‘প্রভাত সঙ্গীত গেয়ে  শোনান৷ এরপর  আয়োজক  শ্রী রবীন্দ্রনাথ সেন প্রথমে  ‘প্রাউট-প্রবক্তা’ শ্রী প্রভাতরঞ্জন সরকারের ‘কণিকায় প্রাউট’ ১ম খণ্ড থেকে ‘সমাজের ক্রমবিকাশ’  প্রবচনটি পাঠ করেন ও এর পর তিনি  এর ওপর আলোচনা করেন৷

 রবীন্দ্রনাথ সেন  জানান, দক্ষিণ কলকাতায় ‘বঙ্গভবনে’ প্রতি  শনিবারই প্রাউট পাঠচক্র বসবে৷ প্রাউট-দর্শনে আগ্রহী সবাইকে  এই পাঠচক্রে যোগদানের জন্যে তিনি আমন্ত্রণ  জানিয়েছেন৷ তিনি ‘বঙ্গ ভবনে’ অবস্থিতি সম্পর্কে  জানিয়েছেন  ‘কবি সুভাষ’ --- (নিউগড়িয়া) মেট্রো ষ্টেশনে  নেমে  বামদিকে ‘পিয়ারলেস হাসপাতালের দিকে একটুখানি এগুলো  ‘কোল ইণ্ডিয়া  ব্লক’ পাওয়া যাবে৷ এর কম্পাউণ্ডের মধ্যেই বি-৩৭-এ বাঘাযতীন পার্ক, কলিকাতা-৯৪ এই ঠিকানায় ‘বঙ্গভবন’ বাড়ীটি রয়েছে৷ এখানেই ‘প্রাউট পাঠচক্রের আলোচনা হবে৷