প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের উদ্যোগে সিউড়িতে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
পি.এন.এ
সময়

আজ সারা বিশ্ব জুড়ে ব্যাপক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক---সর্বক্ষেত্রে অবক্ষয় ক্রমশই বেড়ে চলেছে৷ পুঁজিবাদী আগ্রাসনই এর মূল কারণ৷ এই আগ্রাসনে মানুষের জীবনে নাভিঃশ্বাস উঠেছে৷ গণতন্ত্রের নামে ধাপ্পাবাজী, সন্ত্রাস, ও শোষণের জন্যে বিশ্বমানবতার প্রাণবায়ু নিঃশেষ হতে চলেছে৷ সর্বকুসংস্কারমুক্ত সর্বজনীন আধ্যাত্মিকতা---যা জীবনের অঙ্গ ও যার মাধ্যমে সমাজে সৎ মানুষ তৈরী হয়, সেই আধ্যাত্মিকতা আজ সমাজে সবচেয়ে বেশী অবহেলিত৷ তাই সমাজের সর্বত্র চলছে দুর্নীতির রাজ্যপাট৷ সমাজের অধিকাংশ মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনও সুষ্ঠু ব্যবস্থাই নেই৷ এই সমস্ত সমস্যা থেকে আজ সমাজকে বাঁচাতে পারে একমাত্র শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রাউট৷

গত ১৭ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত বীরভূমের সিউড়ী শহরে বীরভূম ইন্ডোর ষ্টেডিয়ামে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল (পি.ইউ.) কর্তৃক আয়োজিত প্রাউট প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত এই কথাগুলো বলেন৷ পাঁচদিনের এই প্রাউট প্রশিক্ষণ শিবিরে প্রাউটের পথ ধরে সমাজের এই সমস্ত সমস্যার সমাধান কীভাবে করা যাবে---এই বিষয়ে বিভিন্ন প্রাউট তাত্ত্বিক বিস্তারিত আলোচনা করেন৷

তিন শতাধিক ছাত্র-যুবা-বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শিবিরে যোগদান করেছিলেন৷ ১৭ই ডিসেম্বর প্রাউট -প্রবক্তা মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠান শুরু হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের এস.জি আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত ছাড়াও আরও যাঁরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাঁদের মধ্যে ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, ডঃ ভাস্কর জানা (সচিব, উৎকল সমাজ) প্রমুখ৷