কোচবিহার গত ১৪ই আগষ্ট ২০১৭ দার্শনিক ঋষি প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য অঙ্কন প্রতিযোগিতার প্রারম্ভিক পর্ব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ঢাংঢিং গুড়ি ‘‘রেণেশাঁ মঞ্চে’’৷ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেন আচার্য্য নবোদ্ভাসানন্দ অবধূত৷ প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন মুখ্যবিচারক শ্রীমতি দেবান্বিতা দেবনাথ৷ বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী সজল রায় পুন্ডিবাড়ী গ্রামপঞ্চায়েত প্রধান শ্রীমতী শেফালী রায়, অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্য্যা, ব্রহ্মচারিনী গীতশ্রী আচার্র্য, নৃত্য বিভাগের বিচারক শ্রীমতী-চুমকি ভৌমিক, অঙ্কন বিভাগের বিচারক মহাদেব মল্লিক ও শ্রীমতী জয়শ্রী রায়৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন আচার্য নবোদ্ভাসানন্দ অবধূত৷ প্রদীপ প্রজ্বলন করেন অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্য্যা৷ অতিথিবৃন্দ সপ্তদশ দধীচি বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অর্পণ কার্যী৷ অঙ্কন প্রতিযোগিতায় ৭৫ জন, সঙ্গীত বিভাগে ৫৪ জন ও নৃত্য বিভাগে ৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট স্থানীয় অতিথি সজল রায়৷ তিনি সুস্থ সংসৃকতির প্রসারে রেশোঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশনের ধারাবাহিক কর্মসূচীর ভূয়সী প্রশংসা করে সর্বস্তরের মানুষকে এই উদ্যোগেকে সফল করার আহ্বান জানান৷ রাওয়ার প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রী নরেশ রায়৷ তিনি বলেন প্রভাতসঙ্গীত হ’ল ভোরের পাখী৷ ভোরবেলা পাখী যেমন ডাক দিয়ে মানুষের ঘুম ভাঙ্গায় তেমনি প্রভাত সঙ্গীতের সুরে, ছন্দে, ভাব-ভাষায় দার্শনিক ঋষি প্রভাত রঞ্জন সরকার মানুষের সমস্ত ভাবজড়তা, হতাশা, বেদনাকে দূরে সরিয়ে দিয়ে শুভ চেতনার দিকে এগিয়ে যাওয়ার ডাক দিয়েছেন৷ প্রভাত সঙ্গীতে একদিকে যেমন আছে অন্যায়, অবিচার, শোষণ , নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠ, অন্যদিকে আছে সমস্ত ভেদনীতিকে ভুলে মহামিলনের গান৷ মানুষ পশুপাখী, গাছপালা সবাইকে নিয়ে বিশ্বসমাজ গড়ার আকূতি৷ তিনি সমস্ত নীতিবাদী মানুষকে শুভচেতনা সম্পন্ন মানুষকে প্রভাত সঙ্গীতকে বিশ্বের প্রতিটি ঘরে পৌঁছে দেবার আহ্বান জানান৷ সমস্ত বিজয়ী প্রতিযোগীদের অভিজ্ঞানপত্র ও পুরস্কার প্রদান ছাড়াও প্রতিটি বিভাগে যে সংস্থা থেকে সবচেয়ে বেশী সংখ্যক সদস্য অংশগ্রহণ করেছে সেই সংস্থাকেও পুরসৃকত করা হয়েছে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়