গত ৯ই মে ভোরে আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য অক্ষয়ানন্দ অবধূত হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷ উল্লেখ্য আচার্য অক্ষয়ানন্দ অবধূত দীর্ঘদিন অসুস্থতার মধ্যে থেকেও হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে তিলজলাস্থিত আশ্রমে নিয়মিত রোগীদের চিকিৎসা করে গেছেন৷ তিনি প্রায় বিনা পারিশ্রমিকে দুঃস্থ রোগীদের চিকিৎসা করতেন৷ এছাড়াও বিভিন্ন জনসেবার কাজেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গেছেন৷ তিলজলা এলাকায় ‘ডাক্তারদাদু’ নামে তিনি খুবই জনপ্রিয় ছিলেন৷ রাত ১২টার পরও তাঁর চেম্বারে রোগীর ভীড় লেগে থাকত৷
১৯৬৭ সালে তিনি আনন্দমার্গে যোগদান করেছিলেন৷ জীবনের বেশীরভাগ সময়ে তিনি বিভিন্ন চিলড্রেন্স হোমের দায়িত্ব সামলেছেন---যেখানে পিতৃমাতৃহীন অনাথ শিশুদের লালন-পালন, শিক্ষা-দীক্ষার ভার নিতেন৷ কেরলে কিছুদিন প্রাউট পত্রিকার সম্পাদক তথা প্রেস ম্যানেজার হিসেবেও তিনি কাজ করেছেন৷ অনেকদিন তিনি মার্গগুরুদেবের অতিরিক্ত একান্ত সচিব হিসেবেও নিযুক্ত ছিলেন৷
তাঁর প্রয়াণে আনন্দমার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে দলে দলে আনন্দমার্গীরা ও আনন্দমার্গের সন্ন্যাসী-সন্ন্যাসিনীরা আশ্রমে অক্ষয়ানন্দজীকে শেষ বারের জন্যে দেখতে চলে আসেন ও পুষ্পার্ঘ্য তথা মাল্যার্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান৷ এরপরে গড়িয়া মহাশ্মশানে আনন্দমার্গীয় চর্যাচর্য অনুসারে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়৷