গত ২৩শে মার্চ থেকে লোকপালের দাবীতে দিল্লির রাসলীলা ময়দানে আবার আন্না হাজারে অনশন আন্দোলনে নেমে- ছেন৷ সাত বছর আগে লোকপালের দাবীতে তথা দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবীতে তিনি বিশাল আন্দোলন গড়ে তুলেছিলেন৷ সেদিন কেন্দ্রের ক্ষমতায় ছিল কংগ্রেস পরিচালিত ইয়ূপিএ সরকার৷ সে সময় বিজেপি , সিপিএম সহ সমস্ত বিরোধী দল এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন জানিয়েছিল৷ সেদিন মঞ্চে প্রত্যক্ষভাবে আন্না হাজারের সঙ্গে ছিলেন বর্তমানে দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷
কেন্দ্রীয় প্রশাসনের দুর্নীতি দমন করার লক্ষ্যে লোকপাল ও রাজ্য প্রশাসনের দুর্নীতি দমন করতে লোকায়ুক্ত নিয়োগের দাবীতে এবার মোদী সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই আন্না হাজারের এই অনশন আন্দোলন৷
২০১১ সালে কেন্দ্রের মনমোহন সিংহের প্রধান- মন্ত্রিত্ব থাকাকালীন আন্না হাজারে এই দাবীতে অনশন আন্দোলন করার পর তৎকালীন কেন্দ্রীয় সরকার লোকপাল বিলের খসড়া প্রস্তুত করার জন্যে কমিশন গঠনের দাবীও মেনে নিয়েছিল৷
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ ২০১১ সালে সমস্ত বিরোধী দল তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্যে আন্না হাজারেকে সমর্থন জানিয়েছিল৷ কিন্তু বর্তমানে আন্না হাজারের পাশে দেখা যাচ্ছে কেবল কিছু কর্ষক সংঘটন৷ আন্না হাজারে ‘লোকপালে’-র সঙ্গে সঙ্গে কর্ষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবীও রেখেছেন৷ অনশনে ষষ্ঠ দিন পর্যন্ত প্রাপ্ত সংবাদ এখনও সরকার পক্ষ থেকে তাঁর দাবী মেনে নেওয়ার ব্যাপারে কোনও যোগাযোগ করা হয়নি৷ আন্না হাজারের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে৷ রক্তচাপ বৃদ্ধি ও রক্তের সুগার লেবেলও হ্রাস পেয়েছে৷