লেখক
শিবাশীষ সেনগুপ্ত
মায়ের কোলে জন্ম নিল ছোট্ট রাজা সোনা
সে ছিল খুব আদরের মায়ের চাঁদের কণা৷
রাজা যখন হাত বাড়িয়ে হাসতো কচি মুখে
মায়ের মুখ উঠতো ভরে সেই মুখটি দেখে৷
ব্যস্ত হত বাবা তার অফিস থেকে ফিরে
সেই রাজা এখন যুবক হয়েছে বিয়ে দশদিন পরে৷
রাজা এখন বড় চাকুরে দামী হবু বর
বিয়ের পরই ঘর করবে মা-বাবা হবে পর৷
অন্য কোথাও থাকবে সে অন্য স্বপ্ণ নিয়ে
অতীত ভুলবে খুব সহজে বাবা মাকে ভুলে৷
যার জন্য মা-বাবার এত পরিশ্রম
তারই জন্য ঠিকানা তাঁদের---বৃদ্ধাশ্রম৷
- Log in to post comments