প্রতীক্ষা

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

নিঃশব্দ বালুকাবেলা

বিজন নদী তীর ---

দূর আকাশে সাঁঝের ধোঁয়াশা

ঘরে ফেরা বিহগীর স্বপ্ণমাখা চোখ

গোধূলি-স্নাত অশরীরী জিজ্ঞাসা

খোঁজে বাতায়ন৷

 

একাকী নিঃসঙ্গ পথিক-

পলাশরাঙা, মহুয়ার নেশা ঝরা

বিসর্পিল পথে মেশে৷

গাঢ় নীল পাহাড়ী দিগন্ত

শিশির-স্নিগ্দ সবুজের চোরা বালি

একটা দু’টো লাজুক তারায়

আমার আধ-বোজা জোনাক -চাউনি

এখনো  কার একান্ত প্রতীক্ষায়৷৷