পশ্চিম বাঙলার বন্যাপ্লাবিত বিভিন্ন জেলায় আনন্দমার্গের ত্রাণকার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলী, প্রভৃতি জেলার বন্যাপ্লাবিত এলাকায় আনন্দমার্গ ইয়ূনিবার্সালের  ব্যাপকভাবে ত্রাণকার্য চলছে৷  পশ্চিম মেদিনীপুরের বন্যাপ্লাবিত দাসপুর ঘাটাল এলাকার  প্রতাপপুর, হরিসিংপুর, দাসপুর  ২নং ব্লকের গাবতলা, বেনাই, ভগবতীতলা, বাঁকি বাজার, কালীতলা, শিবতলা, গোপীগঞ্জ প্রভৃতি এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে চিড়া, গুড়, দুধ, বিসুকট, মোমবাতি, জলের প্যাকেট প্রভৃতি বিতরণ করা হচ্ছে৷ এখানে ত্রাণকার্য চালিয়ে যাচ্ছেন অবধূতিকা আনন্দ মহাব্রতা আচার্যা , আনন্দ বীতরাগা আচার্যা,  আনন্দ সংশুদ্ধা আচার্র্য, ব্রহ্মচারিনী গীতিকা আচার্যা, আচার্য সর্বময়ানন্দ অবধূত, আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত, প্রমুখ৷

বাঁকুড়া জেলার বন্যাকবলিত বড়জোড় ব্লকে আনন্দমার্গের ত্রাণকর্মীরা বন্যার্তদের মধ্যে চাল, আলু, তেল, কাপড়, সাবান, ত্রিপল প্রভৃতি বিতরণ করছেন৷ এখানে ত্রাণকার্য পরিচালনা করছেন আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত, আচার্য দিব্যজ্যোতি ব্রহ্মচারী, আচার্য চিদ্ভাসানন্দ অবধূত, আচার্য শুদ্ধানন্দ অবধূত ও দুর্লভপুর আনন্দমার্গ সুকলের শিক্ষকবৃন্দ৷

হাওড়া জেলার  অন্তর্গত  উদয়নারাণপুর ব্লকের বন্যা কবলিত বিভিন্ন গ্রামে আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিমের  পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷ উক্ত এলাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২টি গ্রামে বিশেষ করে দ: চাঁদচকে দুর্গতদের মধ্যে চিড়ে, গুড়, শিশুদের মধ্যে দুধ, বিসুকট,  এছাড়া ব্লিচিং পাউডার, পানীয় জল পরিস্কারের জন্য জিওলিনের শিশি ও নোতুন বস্ত্র ও বিতরণ করা হয়৷ প্রায় সহস্রধিক দুর্গতদের মধ্যে ত্রাণ পৌছে দেওয়া হয়৷ এই সেবাকার্যের পরিচালনার দায়িত্বে ছিলেন হাওড়ার ডিট.এস-আ: নিত্যপ্রজ্ঞানন্দ অবধূতা, ভুক্তি প্রধান সুব্রত সাহা ও বকুল রায় মহাশয়, তাছাড়া সন্নাসিনী দিদিদের মধ্যে ছিলেন অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্র্য , আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা, আনন্দ চিতিশুদ্ধা আচার্যা, আনন্দরূপলীনা আচার্যা প্রমুখ৷