গত ১ ও ২ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর ১ নং ব্লকের কুরকুটাশোল, আনন্দমার্গ সুকলে ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ইয়ূথ এ্যাণ্ড স্টুডেণ্টস্ ফেডারেশনের উদ্যোগে দুদিন ব্যাপী এক প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ এই শিবিরে ৩৫ জন ছাত্র-যুবা যোগদান করেন৷ এই প্রাউট প্রশিক্ষণ শিবিরে আজকের সমস্যা ও মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রবর্ত্তিত প্রাউট দর্শনের মাধ্যমে কীভাবে বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য বাসুদেবানন্দ অবধূত প্রমুখ ৷
তাঁরা বলেন মার্কসবাদ ও পুঁজিবাদের দ্বারা কোনওভাবেই আজকের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়৷ একমাত্র প্রাউটের মধ্যেই রয়েছে সমস্ত সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের চাবিকাঠি ৷শুধু নতুন দর্শনই নয়, যেকোনও দর্শন বা আদর্শকে বাস্তবায়িত করার জন্যে উপযুক্ত মানুষ চাই---যারা হবে সৎ, নীতিবাদী, প্রচণ্ড মনোবল সম্পন্ন ও আত্মশক্তিতে বলীয়ান৷ এই কারণে ছাত্র-যুবারা যাতে দেহে, মনে, সুস্থ, সবল ও আত্মিক শক্তিতে বলীয়ান হতে পারে তার জন্যে এখানে তাদের যোগশিক্ষাও দেওয়া হয়৷ দুদিন ব্যাপী শিবিরের পর নবাগত বেশ কয়েকজন যোগ সাধনাও শেখেন৷ বিভিন্ন স্থানে এই ধরণের প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার জন্যে সবাই আগ্রহ প্রকাশ করেন ৷
এই যোগ প্রশিক্ষণ শিবিরটি আচার্য অমৃতবোধানন্দ অবধূত, দীপঙ্কর মাহাত, বিধান মাহাত প্রমুখের ঐকান্তিক চেষ্টায় সাফল্যমণ্ডিত হয়
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়