সাম্প্রতিকালে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওড়িশা, বাঙলাদেশ ও নেপালে প্রবল বর্ষণের ফলে বিস্তীর্ণ এলাকা বন্যাপ্লাবিত হয়, বহু জায়গাতেই নদী বাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রাম জলের তলায় চলে যায়৷ এই সমস্ত এলাকাতে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টিমের পুরুষ ও মহিলা বিভাগ AMURT & AMURTEL)-এর স্বেচ্ছসেবীরা একযোগে ত্রাণকার্যে ঝাঁপিয়ে পড়েন, এখনও বন্যাপ্লাবিত বহু স্থানে ত্রাণকার্য অব্যাহত রয়েছে৷
পশ্চিম মেদিনীপুর ঃ বন্যায় পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত স্থানগুলি হ’ল ঘাঁটাল, দাসপুর এলাকা৷ বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেAMURT & AMURTEL-এব স্বেচ্ছসেবীরা ঘাঁটাল, দাসপুর ২ নং ব্লকের গাবতলা, বেনাই, ভগবতীতলা, বাঁকীবাজার, কালীতলা, শিবতলা, গোপীগঞ্জ, হরিসিংপুর প্রভৃতি এলাকায় চিড়া, গুড়, দেশলাই, মোমবাতী, জলের প্যাকেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বণ্টন করেন৷
এই অঞ্চলের ত্রাণকার্য পরিচালনা করেছেন এমার্টের পক্ষ থেকে মেদিনীপুর আনন্দমার্গের ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, আচার্য চিরাগতানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য সর্বজয়ানন্দ অবধূত প্রমুখ৷ আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের মহিলা বিভাগের AMURTEL) তরফ থেকে এই ত্রাণকার্য পরিচালনায় ছিলেন অবধূতিকা আনন্দ মহাব্রতা আচার্যা, অবধূতিকা আনন্দ বীতরাগা আচার্যা, অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ সুধাকল্পা আচার্যা, ব্রহ্মচারিণী গীতিকা আচার্যা প্রমুখ৷
বাঁকুড়া ঃ এই জেলায় বন্যা কবলিত বড়জোড় ব্লকের পক্ষণা পঞ্চায়েতে এমার্টের পক্ষ থেকে চিড়া, গুড়, দুধ, বিসুকট প্রভৃতি শুকনো খাদ্য ছাড়াও বিশেষ করে যারা অতিশয় দুর্গত, যাদের বাড়িঘর ভেঙ্গে গেছে বা যাদের কেউ মারা গেছে, তাদের মধ্যে ত্রিপল, চাল, আলু, তেল, কাপড়, সাবান প্রভৃতি বিতরণ করা হয়েছে৷ এই অঞ্চলে ত্রাণকার্যে নেতৃত্ব দিয়েছেন আচার্য দিব্যজ্যোতি ব্রহ্মচারী, আচার্য চিদ্ভাষানন্দ অবধূত, আচার্য শুদ্ধানন্দ অবধূত ও আনন্দমার্গ সুকলের শিক্ষকবৃন্দ৷
উত্তর দিনাজপুর ঃ উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি ব্লক ও করণদিঘি ব্লকের সাধনপুর টুনিবিটাতে, পার্শ্ববর্তী বিহারের কাটিহার জেলার দুর্লভপুর, মহেশপুর, বলরামপুর, লাতিপুর প্রভৃতি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে চিড়ে, গুড়, মুড়ি, বিসুকট, দুধ, মোমবাতি, দেশলাই, জামা-কাপড় প্রভৃতি বিতরণ রা হয়েছে৷ এই সমস্ত এলাকায় ত্রাণকার্য পরিচালনা করেন আচার্য উদিতানন্দ অবধূত, আচার্য অজেয়ানন্দ অবধূত, আচার্য দেবেশানন্দ অবধূত, আচার্য সিতিকণ্ঠানন্দ অবধূত, রাজকুমার, মাণিক দেব প্রমুখ৷
হাওড়া ঃ হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের মহাকালপুর, দক্ষিণ চাঁদচক, গোলডিবা প্রভৃতি গ্রাম ও আমতা ২ নং ব্লকের জয়পুর সহ বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে আনন্দমার্গের ত্রাণকর্মীরা চিড়া, গুড় প্রভৃতি শুকনো খাদ্য, কোথাও কোথাও রান্না করা খাদ্য, সাবান, মোমবাতি, দেশলাই, জামা-কাপড় প্রভৃতি বিতরণ করেছেন৷ এই জেলায় আনন্দমার্গের ত্রাণকার্য পরিচালনায় ছিলেন আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, অবধূতিকা আনন্দ প্রজ্ঞা আচার্যা, হাওড়া জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা, অমিয় পাত্র, মহাব্রত হাজরা, বিজলী দেবী, মানিক ঘোরাই, দীপ্তি বিশ্বাস ও শ্রীবকুল চন্দ্র রায় প্রমুখ৷
মালদা ঃ মালদা জেলার মালদা ও গাজল ব্লকের বন্যাপ্লাবিত এলাকায় আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত ও আচার্য নিত্যবিবেকানন্দ অবধূতের নেতৃত্বে দুর্গতদের মধ্যে চিড়া, গুড়, মোমবাতি, দেশলাই প্রভৃতি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে৷
কোচবিহার ঃ কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায়ও বন্যা দুর্গতদের মধ্যে খিচুড়ি, চিড়া, গুড়, মোমবাতি, দেশলাই প্রভৃতি বিতরণ করা হয়েছে৷
ওড়িশা ঃ ওড়িশার কেন্দ্রপাড়া ও জয়পুর এলাকায় ৩০টি বন্যাপ্লাবিত গ্রামে আনন্দমার্গের কর্মীরা রান্না করা খাদ্য, শুকনো খাবার যেমন চিড়ে, গুড় প্রভৃতি ছাড়াও জামা-কাপড়, মোমবাতি,দেশলাই প্রভৃতি বিতরণ করছেন৷
অসম ঃ অসমের লখিমপুর ও মরিগাঁও জেলায় বন্যার্তদের মধ্যে খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে৷ সর্বত্র আনন্দমার্গ রিলিফ টিমের সঙ্গে চিকিৎসকরাও রয়েছেন৷ তাঁরাও বন্যাপ্লাবিত এলাকায় রোগীদের চিকিৎসা করছেন৷
বাংলাদেশ ঃ বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জের বন্যা কবলিত এলাকাতে আনন্দমার্গের কর্মীরা ও স্থানীয় আনন্দমার্গীরা বন্যার্তদের মধ্যে খিচুড়ি, চিড়ে, গুড়, দুধ, বিসুকট প্রভৃতি বিতরণ করছেন৷ আনন্দমার্গের রিলিফ টিমের সঙ্গে চিকিৎসকরাও রয়েছেন, তাঁরা অসুস্থদের মধ্যে ওষুধ বিতরণ করছেন৷ এখানে রিলিফ কাজ পরিচালনা করছেন আচার্য প্রসূনানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা, অবধূতিকা মধুকল্পা আচার্যা, রঞ্জিত রায়, মুকুল রায়, মধু রায়, গোপাল রায় প্রমুখ৷
আচার্য প্রসূনানন্দ অবধূত আমাদেরর সংবাদদাতাকে বলেন, বাংলাদেশের আনন্দমার্গ রিলিফ টীমের স্বেচ্ছসেবীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ত্রাণকার্যে ঝাঁপিয়ে পড়েছেন৷ আচার্য মন্ত্রশুদ্ধানন্দ অবধূতের নেতৃত্বে আনন্দমার্গের একদল স্বেচ্ছাসেবী বগুড়া জেলার বন্যাপ্লাবিত এলাকায় দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন৷
নেপাল ঃ নেপালের সপতারি জেলার সফরপুরায় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের তরফ থেকে রান্না করা ও শুকনো খাবার, বস্ত্র,ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে৷ এখানে ত্রাণকার্য পরিচালনা করছেন, আচার্য পরিপূর্ণানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ সম্প্রজ্ঞা আচার্র্য ও আচার্য চিদ্ভাসানন্দ অবধূত৷