পশ্চিমবঙ্গ ও অসমের বন্যাপ্লাবিত এলাকায় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সলের রিলিফ টিমের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ব্যাপকভাবে ত্রাণকার্য চলছে৷ পশ্চিম মেদিনীপুরের বন্যাপ্লাবিত ঘাটাল ও দাসপুর ২নং ব্লকের গাবতলা,বেনাই, ভগবতী তলা,বাঁকি বাজার,কালিতলা,শিবতলা,গোপীগঞ্জ, হরিসিংপুর প্রভৃতি এলাকায় চিড়া, গুড়, দেশলাই, মোমবাতি, জলের প্যাকেট ও অন্যান্য অবশ্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করা হচ্ছে৷ এপর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ এই ত্রাণকার্যে উপকৃত হয়েছেন৷ এই অঞ্চলে ত্রাণকার্য পরিচালনা করছেন আচার্য চিরাগতানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত , আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত, আচার্য সর্বজয়ানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ মহাব্রতা আচার্র্য, অবধূতিকা আনন্দ বিতরাগা আচার্যা ,অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ সুধাকল্পা আচার্যা, ব্রহ্মচারিণী গীতিকা আচার্যা প্রমুখ৷
হাওড়া জেলার আমতা ব্লকের উদয় নারায়ণপুরের ৫টি গ্রামে ও হুগলি জেলার বিভিন্ন বন্যাপ্লাবিত এলাকাতেও আনন্দমার্গ রিলিফ টিমের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে৷
বাঁকুড়া জেলার বন্যা কবলিত বড়জোড় ব্লকের পক্ষণা পঞ্চায়েতেও আনন্দমার্গের ত্রাণকর্মীরা দুর্গতদের মধ্যে চিড়া, গুড়, পানীয় জলের প্যাকেট, দুধ, বিস্কুট, মোমবাতি প্রভৃতি বিতরণ করছেন৷ বন্যার ফলে যাদের ঘর-বাড়ী ভেঙ্গে গেছে, এখন আশ্রয়হীন বা যাদের কেউ মারা গেছে সে সব বাড়ীতে ত্রিপল, চাল , আলু, তেল, কাপড় , সাবান প্রভৃতি বিতরণ করা হচ্ছে৷ এই অঞ্চলের ত্রাণকার্যে নেতৃত্ব দিচ্ছেন আচার্য দিব্যজ্যোতি ব্রহ্মচারী, আচার্য চিদ্ভাসানন্দ অবধূত, আচার্য শুদ্ধানন্দ অবধূত ও দুর্লভপুর আনন্দমার্গসুকলের শিক্ষকবৃন্দ ৷
অসমে আনন্দমার্গের বন্যাত্রাণ
অসমের লখিমপুর এলাকায় আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের স্বেচ্ছাসেবীরা বন্যা দুর্গতের মধ্যেও চিড়া, গুড়, কাপড়, দুধ, বিসুকট প্রভৃতি বিতরণ করছেন, সঙ্গে মেডিক্যাল টিমও রয়েছে, তারা অসুস্থদের ওষুধ দিচ্ছেন৷ এই এলাকায় ত্রাণকার্য পরিচালনা করছেন আচার্য মনোশুদ্ধানন্দ অবধূত, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, ও এই জেলার ভুক্তিপ্রধান ও বিশিষ্ট আনন্দমার্গীরা৷
অসমের মরিগাঁও এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে চিড়া , গুড়, দুধ , বিসুকট, ওষুধ প্রভৃতি বিতরণ করছেন আচার্য উদিতানন্দ অবধূত, আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত, আচার্য সদ্বোধানন্দ অবধূত, তাপসী সরকার, গুয়াহাটি জেলার ভুক্তিপ্রধান প্রদীপ চৌধুরী প্রমুখ৷