পশুখাদ্য কেলেঙ্কারী মামলায় আবার লালুর ৫ বছরের  কারাদণ্ড

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

৯০০ কোটি টাকার  পশুখাদ্য কেলেঙ্কারীর  মামলায়  ভুয়ো বিল দেখিয়ে সরকারী কোষাগার  থেকে  কোটি কোটি  টাকা তুলে আত্মসাৎ করার দায়ে  তৃতীয় মামলাতেও  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের ৫ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে৷  এর  সঙ্গে  বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী (কংগ্রেস) জগন্নাথ  মিশ্রের-ও  ৫ বছরের কারাদণ্ডাদেশ  হয়েছে৷

এর আগে দ্বিতীয় মামলায়  লালু প্রসাদের সাড়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়৷ আর বর্তমানে তৃতীয় মামলায় তার ৫ বছরের  জন্যে কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা হ’ল৷ এই মামলায় দেখা যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগের  পক্ষ থেকে  দরিদ্র মানুষকে  পশুখাদ্য বিতরণ করার জন্যে  সাড়ে  ৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল৷  কিন্তু বাস্তবে  ভুয়ো বিল দেখিয়ে ৩৩ কোটি টাকা  তুলে আত্মসাৎ করা হয়েছে যাতে প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী  লালুপ্রসাদ  যাদব ও জগন্নাথ  মিশ্র জড়িত৷  এইভাবে গরীবের নামে বরাদ্দ করে জনপ্রতিনিধিরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে গণতন্ত্রকে দুর্নীতিতন্ত্রে পরিণত করেছেন৷ অথচ এরা কথাবার্র্তয়, ভাষণে  নিজেদের  গরীবদের ত্রাতা বলে ঘোষণা করেন৷  এই পশুখাদ্য কেলেঙ্কারী মামকলাতে মন্ত্রীদের সঙ্গে জড়িত বহু আমলাও৷