সংবাদদাতা
পি.এন.এ.
সময়
কালোবাজারীদের নতুন কায়দা ধরা পড়ল৷ কলকাতা বিমানবন্দরে নামল দুই যাত্রী৷ সঙ্গে পাঁচ কিলো পটল৷ বিমান বন্দরে চেক্-ইন করার সময় সন্দেহ হয়৷ শুল্ক দপ্তরের এয়ার ইনটেলিজেন্স ইয়ূনিটের কর্মীরা শেষ পর্যন্ত তাদের পটল চেক্ করলে বের হয় পটলের ভেতর পুরে রাখা পঞ্চান্ন হাজার বিদেশী মুদ্রা---ইয়ূরো৷ দেশী পটল লম্বালম্বি ভাবে চিরে তার বীজ বের করে বিদেশী নোট পাকিয়ে ভরে দেওয়া হয়েছে৷ তারপর আঠা দিয়ে পটলের দু’ভাগ জুড়ে দেওয়া আছে৷ এমনিভাবে আবিষ্কার করা হ’ল পঞ্চান্ন হাজার ইয়ূরো৷ আর ওদের সঙ্গে পকেটে ছিল পাঁচ হাজার ইয়ূরো৷ মোট ষাট হাজার ইয়ূরো৷ যার ভারতীয় টাকার মূল্য ৪৬ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা৷ শুল্ক আধিকারিকদের অনুমান সম্ভবত সোনা পাচারের কাজে ব্যবহারের জন্যে এগুলি আনা হয়েছিল৷