পুইনান আনন্দমার্গ স্কুলের অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুইনান ঃ সম্প্রতি হুগলী জেলার পোলবা -দাদপুর ব্লকের অন্তর্গত পুইনান আনন্দমার্গ স্কুলের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল৷ এই উপলক্ষ্যে পুইনান আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থাপন করল অভিভাবক ও গ্রামবাসীদের কাছে৷

অনুষ্ঠানে বিভিন্ন ইংরাজী রাইমাস, বাংলা ছড়া, নৃত্য ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করে৷ উল্লেখ্য প্রভাত সঙ্গীত হল শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত৷ সবশেষে তারা প্রভাতরঞ্জন সরকারের গল্প অবলম্বনে গীতিনাট্য ‘নীল সায়রের স্বর্ণকমল’ মঞ্চস্থ করে৷

অনুষ্ঠানে ২০১৭ শিক্ষাবর্ষের কৃতিছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলার ভুক্তিপ্রধান স্নেহময় দত্ত প্রবীণ সন্ন্যাসী আচার্য বাসুদেবানন্দ অবধূত, মার্গের প্রধান সাধক মহাদেব কুন্ডু, অসীম ঘোষ, জয়দেব ঘোষ প্রমুখ৷ পুইনান আনন্দমার্গ স্কুলের শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুষ্টুভাবে সম্পন্ন হয়৷