সংবাদদাতা
পি.এন.এ.
সময়
৩০শে অক্টোবর ঃ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কোনওরকম গ্যারাণ্টি না রেখে দেদার ঋণ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এই সুযোগে কিছু পুঁজিপতি - ব্যবসায়ী বিশাল অঙ্কের ঋণ নিয়ে ঋণ শোধ করার নাম না করে দেশের বাইরে পাড়ি দিয়েছেন৷ এর ফলে বর্তমান ব্যাঙ্কের অবস্থা সঙ্কটাপন্ন হয়ে দাঁড়িয়েছে৷ বলা বাহুল্য এইভাবে বিনা গ্যারাণ্টিতে ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীদের সুপারিশ কাজ করেছিল তা সহজেই অনুমেয়৷
পুঁজিপতি গ্যারাণ্টি ছাড়া কোটি কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে, অথচ গরীব চাষীদের বা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দানের ক্ষেত্রে কিন্তু গ্যারাণ্টি চাই-ই চাই৷ এইভাবেই চলছে পুঁজিপতি তোষণ গরীব শোষণ৷