পুরুলিয়া জেলার বিশপুরিয়া ও চাটুমাদর হায়ার সেকেন্ডারী স্কুলে আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই ও ৭ই মার্চ পুরুলিয়া জেলার হুড়া ব্লকে স্থানীয় বিশিষ্ট মার্গী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী লক্ষ্মীকান্ত মাহাতোর ঐকান্তিক প্রচেষ্টায় বিশপুরিয়া ও চাটুমাদর হায়ার সেকেন্ডারী স্কুলে যোগ, স্বাস্থ্য ও মানসিক বিকাশ শীর্ষক বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় বক্তব্য রাখেন আচার্য্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি যোগশব্দের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, যোগ বলতে বেশীরভাগ মানুষই যোগ ব্যায়াম বোঝেন৷ এটা সীমিত অর্থ৷ প্রকৃত অর্থে যোগ হল ‘জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন৷ তিনি বলেন, ছাত্র-ছাত্রাদের শারীরিক মানসিক ও আত্মিক বিকাশের জন্য যোগসাধনাভিত্তিক আধ্যাত্মিক জীবনচর্যাই একমাত্র বিকল্প৷ স্বামীজি ছাত্র-ছাত্রা ও শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন লাভ, মানসিক একাগ্রতা ও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য ধর্মগুরু ও মহাযোগী শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রদত্ত কিছু যৌগিক প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধির ওপর আলোচনা করেন৷ কিছু যোগাসনের ডেমোনেষ্ট্রসন ও শরীর মনের ওপর তাদের প্রভাব ব্যাখ্যা করেন৷ সবশেষে সবাইকে পদ্মাসনে বসিয়ে ধ্যানের প্রাক সাধারণ প্রক্রিয়া সমবেতভাবে শেখানো হয়৷