গত ৩রা ও ৪ঠা মার্চ--- পুরুলিয়া জেলার বান্দোয়ানে ব্লকের বাজারে কমিউনিটি হলে ব্লক লেভেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক হিসাবে ছিলেন-আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য্য সত্যস্বরূপানন্দ অবধূত৷ ৪ঠা মার্চ বিকালে ওই হলে ‘‘আনন্দমার্গ এক সর্র্বত্মক জীবনাদর্শ’’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আয়োজক আনন্দমার্গের বৌদ্ধিক প্রকোষ্ঠ ‘রেণেশা ইয়ূনির্র্বসাল’’৷ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সন্ন্যাসী আচার্য মোহনানন্দ অবধূত৷ প্রধান অতিথির আসন অলংঙ্কৃত করেন বিশ্বপরিব্রাজক সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত৷ বিশেষ অতিথি হিসাবে ছিলেন স্থানীয় হাইস্কুলের শিক্ষক-শ্রী মনোরঞ্জন মাহাতো ও পুরুলিয়ার সিধু, কানু, বিশ্ববিদ্যালয় অধ্যাপক শ্রী লক্ষ্মীরাম গোপ৷
প্রথমে গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি আচার্য মোহনানন্দ অবধূত ও তৎসহ অন্যান্য অতিথিবৃন্দ৷ এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি আচার্যা প্রসূনানন্দ অবধূত৷ পরে অতিথিদের পুস্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়৷ সমবেত প্রভাত সঙ্গীত অবলম্বনে সমবেত নৃত্য উদ্বোধনী নৃত্য, পরিবেশন করেন আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘রাওয়া’ (রেণেশাঁ আর্টিষ্টস্ এন্ড রাইর্র্টস এসোসিয়েশন)-র স্থানীয় শিল্পীবৃন্দ৷ স্বাগত ভাষণ দেন আনন্দমার্গ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক জেলার ভুক্তিপ্রধান শ্রী প্রফুল্ল মাহাত৷ শ্রী মনোরঞ্জন মাহাতোর বক্তব্যের বিষয় ছিল ‘‘প্রাউটের অর্থনীতি’’৷ অধ্যাপক শ্রী লক্ষীরাম দেবের বক্তব্যের বিষয় ছিল ‘আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা’৷ ওই বিষয়গুলির ওপর বক্তারা আলোকপাত করেন৷ প্রধান বক্তা আচার্য প্রসূনানন্দ অবধূত তার বক্তব্যে ‘আনন্দমার্গ এক সর্র্বত্মক জীবনাদর্শ’--- এই বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন৷ সবশেষে সভাপতির বক্তব্যে আচার্য মোহনানন্দ অবধূত সকলের বক্তব্যের সারাংশ ব্যাখ্যা করেন৷ সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী নির্মল মাহাতো৷ সেমিনারের ব্যবস্থাপক ছিলেন শ্রী প্রফুল্ল মাহাতো, বিভূতি দত্ত প্রমুখ৷