আনন্দমার্গ প্রচারক সংঘের পরিচালনায় পুরুলিয়ার মানবাজার ব্লকের গোপালনগর গ্রামে আনন্দমার্গের কীর্ত্তন, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানটি হয় স্থানীয় আনন্দমার্গ স্কুলে৷ প্রথমে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন হয়৷ কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে সাধনা ও কীর্ত্তনের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত৷ এরপর উপস্থিত ভক্তবৃন্দকে ও গ্রামবাসীদের নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷
বিকেল ৪টা থেকে শুরু হয় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদানের ওপর আলোচনা সভা৷ সভায় সভাপতিত্ব করেন আচার্য মোহনানন্দ অবধূত৷ প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মানিক চন্দ্র মুখোপাধ্যায় ও বদলডি হাইস্কুলের প্রধান শিক্ষক ফটিক চন্দ্র মাহাত৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ এছাড়া বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত, অবধূতিকা আনন্দচিতিসুধা আচার্যা প্রমুখ৷
অনুষ্ঠানের পরে আনন্দমার্গের সাধনা শেখার জন্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেন ও পুনরায় এই ভাবে আলোচনাসভার অনুষ্ঠান করার জন্যেও আগ্রহ প্রকাশ করেন৷