ফোটো রে মন ফোটো

লেখক
বিভাংশু মাইতি

 

 ফোটো রে মন ফোটো
অনুধ্যানে সেই চরণে
কমল হয়ে ফোটো।

অনুরাগে সিক্ত কর
শতদলের দলগুলি
কোরকে দাও ঢেলে দাও
ভালবাসার অঞ্জলি।

গ্রীষ্মের দহন দাহে
সেই চরণ চিতচন্দন
বরষার বজ্রপাতে
সে যে দেয় অভয় শরণ।

শরতের স্নিগ্দাকাশে
সে যে মোর বিভা বিধুর
হেমন্তে হিমেল রাতে
অনুপম পরাণ বধু।

শীতেরই তুষার পাতে
পরশ তার মধু-উষ্ণ
বসন্তের বর্ণমেলায়
সে যে মোর রসকৃষ্ণ।

ফোটো রে মন ফোটো
রাত্রিদিনে সে চরণে
কমল হয়ে ফোটো।