লেখক
বিভাংশু মাইতি
ফোটো রে মন ফোটো
অনুধ্যানে সেই চরণে
কমল হয়ে ফোটো৷
অনুরাগে সিক্ত কর
শতদলের দলগুলি
কোরকে দাও ঢেলে দাও
ভালবাসার অঞ্জলি৷
গ্রীষ্মের দহন দাহে
সেই চরণ চিতচন্দন
বরষার বজ্রপাতে
সে যে দেয় অভয় শরণ৷
শরতের স্নিগ্দাকাশে
সে যে মোর বিভা বিধুর
হেমন্তে হিমেল রাতে
অনুপম পরাণ বধু৷
শীতেরই তুষার পাতে
পরশ তার মধু-উষ্ণ
বসন্তের বর্ণমেলায়
সে যে মোর রসকৃষ্ণ৷
ফোটো রে মন ফোটো
রাত্রিদিনে সে চরণে
কমল হয়ে ফোটো৷
- Log in to post comments