ফুলাড়ী আনন্দমার্গ হাই সুকলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 বালেশ্বর ঃ গত ১০ই ডিসেম্বর বালেশ্বরের নিকটে ফুলাড়ী আনন্দমার্গ হাই সুকলে  এখানকার  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  শ্রী নারায়ণ পাণ্ডা মহাশয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালেশ্বর  সদরের বিধায়ক জীবনপ্রদীপ দাস৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী ভাগবত পাণিগ্রাহী ছিলেন প্রধান বক্তা৷ এছাড়াও  ছিলেন  উৎকল সমাজের সেক্রেটারী শ্রী ভাস্কর জেনা, সুকলের প্রিন্সিপ্যাল আচার্য সত্যসুধানন্দ অবধূত৷ আনন্দমার্গের প্রধান সন্ন্যাসী-আচার্য মহীদেবানন্দ অবধূত, সুকলের প্রধান শিক্ষক হেমন্ত কুমার জেনা, প্রমুখ৷

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা আনন্দমার্গের আদর্শ ও শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানে সুকলের ছেলে মেয়েরা নৃত্যগীত, ছড়া, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন, রাওয়া শিল্পীরাও  প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন৷