রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলে বার্ষিক সংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই নভেম্বর ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জঙ্গল মহলের রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলে সুসম্পন্ন হ’ল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সেবাধর্ম- মিশনের  মহাসচিব আচার্য শুচিদানন্দ অবধূত ও প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বহির্ভারতে ধর্মপ্রচারে  নিযুক্ত প্রধান সন্ন্যাসী আচার্য ধ্যানেশানন্দ অবধূত৷ আমেরিকাবাসী সুচিকিৎসক ব্রাদার লক্ষ্মণ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্রী ক্ষুদিরাম মুর্মু মহাশয়৷

বিশ্ববিদ্যালয়ের শিশুরা প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে  নৃত্য, ইংরেজী, বাংলা ছড়া, সংস্কৃত স্তোত্র ও আনন্দবাণী প্রভৃতি পরিবেশন করেন৷ শ্রী প্রভাত রঞ্জন সরকার রচিত গ্রন্থ অবলম্বনে নাটিকা ‘পারস্পর্ষ’  অভিনয় করে ছাত্ররা বিশেষ প্রশংসা অর্জন করে৷  আনন্দমার্গের শিক্ষা, আদর্শ, যোগসাধনা ও সেবা প্রকল্প নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সম্মানীয় অতিথি আমেরিকাবাসী চিকিৎসক ব্রাদার লক্ষ্মন ইংরেজী ভাষায় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রামচন্দ্রপুর গ্রামের  মানুষগুলি গরীব, ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, এই অনুন্নত অঞ্চলে আনন্দমার্গের শিক্ষা ও সেবাকার্য প্রশংসনীয়৷ ত্যাগব্রতী, সন্ন্যাসী শিক্ষকমন্ডলী খুব নিষ্ঠার সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েদের বৌদ্ধিক ও সংস্কৃতিক মানকে উন্নত করার চেষ্টায় ব্রতী৷ আমি এই প্রত্যন্ত গ্রামে আনন্দমার্গ দর্শন ও যোগসাধনা শিখতে সূদূর আমেরিকা থেকে এসেছি৷ আশ্রমের পরিবেশটি আমার খুব ভাল লেগেছে৷ আর কিছু দিন এখানে থাকব৷ এখানকার মানুষ গরীব, কিন্তু ওদের মন খুবভাল৷  আশ্রমের সন্ন্যাসীদের নিষ্ঠা ও আন্তরিকতায় আমি মুগ্দ৷