রবীন্দ্র প্রণাম

লেখক
প্রভাত খাঁ

কোন পুণ্য ফলে এ ধরার ধূলিতে

তুমি এসেছিলে বঙ্গ জননীর ক্রোড়ে৷

তোমার সৃষ্টির মাঝে মানুষেরে–

দিয়েছো মর্যাদা, গাছপালা

ফলফুল জীবজন্তু সকলের

রয়েছে যে স্থান তোমার

জগতে৷ ব্রাত্য তুমি৷

হে মহান মূূ ম্লান মুখে

তুমি যোগায়েছ ভাষা৷

সাহিত্যের ফুলবনে ফোটায়েছ

ফুল ব্রাহ্মীচেতনার, তাই

তুমি কাব্যের জগতে

কবিগুরু হয়ে বিরাজিছো

এ মর্ত্যভূমিতে৷ যতদিন

চন্দ্র, সূর্য রবে ততদিন

তোমার কিরণ ছটা

রবে উজ্জ্বল৷

পরাধীনতার গ্লানি

বুকে বেজেছিলো

তাই বাজাইয়া রুদ্রের বিষাণ

তুমি তরুণের উষ্ণরক্তে

ধরাইয়া জ্বালা গেয়ে গেলে

স্বাধীনতা গান৷