রিয়াল কোচ জিদান সব ম্যাচকেই গুরুত্ব দিতে চান

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

লেগানেস ম্যাচের গুরুত্বটা যাই হোক না কেন মাঠে নামার আগে রিয়াল দলের ম্যানেজার  জিনেদিন জিদান দারুণ সিরিয়াস৷ আসলে নিজের খেলোয়াড় জীবনেও সব ম্যাচকেই এভাবে গুরুত্ব দিতেন৷ যদিও লা-লিগা জেতা এখন একপ্রকার অসম্ভব জিদানের কাছে৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ২৪ ম্যাচে ৬২ পয়েণ্ট পেয়ে লা-লিগা ঘরে তোলার অনেকটাই এগিয়ে গেছে৷ যেখানে রিয়াল ২৩ ম্যাচে ৪৫ পয়েণ্ট ঘরে তুলতে পেরেছে৷ তবে লেগানেস ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে দেখারও একটা কারণ আছে৷ এই লেগানেসের কাছে হেরেই ‘কোপা-দেল-রে’ থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদ৷ তাই রিয়াল প্রতিশোধ নেওয়ার প্লাটফর্ম হিসেবেও এই ম্যাচকে বেছে নিয়ে মাঠে নামতে চায়৷

এদিকে দলের দু-তিনজন খেলোয়াড়ের পক্ষে এই ম্যাচে মাঠে নামা হচ্ছে না৷ প্রধান অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম দিচ্ছেন ম্যানেজার জিদান৷ অনেক ম্যাচ খেলে রোনাল্ডো ক্লান্ত৷ যদিও প্রাকটিসে দেখা গেছে ক্রিশ্চিয়ানোকে৷ দলের আর এক নির্ভরযোগ্য খেলোয়াড় লুকা চোট সমস্যায় ভুগছেন৷ তিনিও সম্ভবতঃ প্রথম ১১তে থাকছেন না৷ দলের না থাকার তালিকায় আছেন গ্যারেথ বেলও৷ জিদান জানিয়েছেন বেলের না থাকাটা সমস্যার কারণ ও এমন খেলোয়াড় যে নিজের প্রতিভার সমস্তটাই দিতে জানে৷ তবে লেগানেসের ঘরের মাঠে লেগানেসকে হারাতেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ৷ যারা আছে তাদের নিয়েই সেরা দল গড়ার চিন্তায় মগ্ণ রিয়াল ম্যানেজার৷ পরপর কয়েকটি ম্যাচে খারাপ ফল করার পর জিনেদিন জিদানের ফুটবল কোচের স্থায়িত্ব নিয়ে কানাঘুষো শোণা গিয়েছিল৷ তারপর চ্যাম্পিয়নস্ লিগের ম্যাচে প্যারিস দ্য জারম-কে হারানোর পর অবস্থাটা কিছুটা বদলেছে৷ তবে জিদান জানিয়েছেন যতদিন ক্লান্ত না হব নিজের কাজটা করে যেতে চাই, পারিপার্শিক অবস্থা৷ যাই হোক না কেন৷