কোচবিহার ঃ গত ৫ই আগষ্ট ২০১৭ আনন্দমার্গ সেবাদল ঢাংঢিংগুড়ি ইয়ূনিট ও আভা সেবাসদনের যৌথ উদ্যোগে ঢাংঢিংগুড়ি আনন্দমার্গ সুকল ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ কোচবিহার জেলা এম জেন এন হাসপাতাল ব্ল্যাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রতি বছরের মত এবারেও এই রক্তদান শিবিরের আয়োজন করে আনন্দমার্গ সেবাদলের স্বেচ্ছসেবীবৃন্দ৷ শিবিরে পৌরোহিত্যও করেন কেন্দ্রীয় প্রতিনিধি আচার্য জগৎভাসকানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন কোচবিহার ডিট এম এল গীতশ্রী ব্রহ্মচারিণী, অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্যা ও কোচবিহার জেলা হাসপাতালের কর্তৃপক্ষ৷ রক্তদান শিবিরে মোট ৪০ জন যুবক-যুবতী রক্তদান করেন৷ রক্তদাতাগণের এই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্যে আনন্দমার্গ সেবাদলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন আচার্য নবোদ্ভষানন্দ অবধূত৷ শিবিরকে সকল করতে অক্লান্ত পরিশ্রম করেন আভা সেবাসদন সেক্রেটারী বিভাষ রায়, গোপাল রায়, হরীশ বর্মণ, পূর্ণচন্দ্র দাস, নির্মল রায়, সুবল বর্মন, কর্ণধর রায়, তন্ময় মোদক প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়