রোহিতের ডবল সেঞ্চুরী শ্রীলঙ্কাকে ১৪১ রানে উড়িয়ে দিল ভারত

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

অধিনায়কের অপরাজিত ২০৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ভারত মোহালিতে রাজত্ব করল৷ ধরমশালাতে হারের বদলা নিল ভারত৷ শ্রীলঙ্কা নাস্তানাবুদ হ’ল ১৪১ রানে৷ এখন তিন ম্যাচের সিরিজে ফল দাঁড়াল ১-১৷

বুধবার টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়৷ কারণ একটাই৷ গত ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের কম রানে বেঁধে ফেলতে পেরেছিল তারা৷ কিন্তু সব অঙ্ক গোলমাল করে দিল রোহিতের ব্যাট৷ এই ম্যাচে টীম ইণ্টিয়ার ক্যাপ্ঢেন প্রথম শতরান করতে ১১৫টি বল খেলেন৷ তারপর ৩৬টি বল খেলে আরও ১০০ রান করেন তিনি৷ শেষ পর্যন্ত ২০৮ রানে অপরাজিত রয়ে গেলেন রোহিত শর্মা৷ এ নিয়ে তিনটি দ্বি-শত রান করে ফেললেন তিনি৷  এদিন শ্রেয়সও ৮৮ রানের মূল্যবান ইনিংসটি খেলেছেন৷

বিশাল রানের চাপ নিয়ে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে৷ ভারতের হয়ে চাহাল ৬০ রানে তিনটি উইকেন দখল করেন৷ শ্রীলঙ্কান ব্যাটসম্যান ম্যাথেউজ ১১১ রান করে অপরাজিত থাকেন৷