রথ যাত্রার প্রাকমুহুর্তে ---১৩ই জুলাই সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে শ্যামবাজার পাঁচমাথার সংযোগস্থলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ওষুধ প্রদান ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ব্যষ্টিদের ওষুধ, বস্ত্র, পুস্তক ও খাদ্য বিতরণ করা হয়৷
অনুষ্ঠানটি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু করে বাগবাজার, কুমারটুলি, উল্টোডাঙ্গা ও কলেজষ্ট্রীটে ছড়িয়ে পড়ে৷
শ্যামবাজার অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি ডাঃ ভাস্করমণি চ্যাটার্জী, সম্পাদক সঞ্জীব আচার্য প্রমুখরা৷ রথের আদলে একটি গাড়ীকে সাজিয়ে শহরের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন প্রচার চালানো হয়৷ শ্যামবাজার অনুষ্ঠানে ‘‘মা অন্ন পূর্র্ণ’’ নামে এক নাটক পরিবেশিত হয়৷
বাগবাজারে মূল অনুষ্ঠানটি পরিচালিত হয় সৈকত মুখার্জীর পরিচালনায়, বাগবাজার পরিক্রমা শেষে অনুপম দাসের উদ্যোগে কুমোরটুলির অনুষ্ঠানে প্রারম্ভিক ভাষণ দেন ফুটবল প্রশিক্ষক মৃদুল বান্যার্জী৷ কুমোরটুলির পর সংঘটনের সদস্য পার্থ দাসের পরিচালনায় ও উল্টোডাঙ্গা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
এখানে বক্তব্য রাখেন পার্থ দাস, পুরপিতা অনিন্দ কিশোর রাউত প্রমুখরা৷ সর্বশেষে অনুষ্ঠানটি হয় কলেজষ্ট্রিটে ৷ এখানে বক্তব্য রাখেন সুদীপ রায় সহ বহু ব্যষ্টি৷
শ্যামবাজার থেকে কলেজষ্ট্রিট পর্যন্ত অনুষ্ঠান গুলিতে শতাধিক মানুষ যোগদান করেন৷ শ্যামবাজারে মূল অনুষ্ঠানে উপাস্থিত ছিলেন ডাঃ শেখর ঘোষ, সারদাত্মানন্দ মহারাজ৷ কার্যকরী কমিটির সদস্য জয়ন্ত সাহা, কমলেশানন্দ মহারাজ, কুসুমিতা দাস, যুথিকা চট্টোপাধ্যায়সহ বহু বিশিষ্ট ব্যষ্টিরা৷