রুদ্ধশ্বাস ফাইনালে বাঙলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ভারত নিধহাস ট্রফিতে ফাইনালের নায়ক দীনেশ কার্ত্তিক

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

গত ১৮ই মার্চ কলম্বোয় অনুষ্ঠিত নিধহাস ট্রফির ফাইনালে বাঙলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল ভারত৷ টি-২০-র এই ফাইনালে প্রথমে ব্যাট করে বাঙলাদেশIndia team ১৬৬ রান করে৷ শেষ ওভারে বাঙলাদেশের ব্যাটসম্যান ১৬ রান ছিনিয়ে নেয়৷ ২০ ওভারে ১৬৭ রান তোলা ভারতের কাছে খুব কঠিন টার্গেট না হলেও খুব সহজও ছিল না৷ রোহিত শর্মার নেতৃত্বে ভারতের তরুণ খেলোয়াড়রা এই ফাইনালে ম্যাচ প্রায় হাতছাড়া করে ফেলেছিল৷  কিন্তু শেষ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করে ভারত৷ রোহিত ওপেন করতে এসে ভাল শুরু করেছিলেন৷ তিনি বেশ কয়েকটি বাউণ্ডারি ও ওভার বাউণ্ডারিও মারেন৷ ভারতের পক্ষে সর্বোচ্চ রান তিনিই করেন৷ হাফ সেঞ্চুরী করার পর তিনি আউট হন৷ সে সময়ও ভারতের রানের গতি যা ছিল তাতে জয় প্রায় নিশ্চিতই ছিল৷ কিন্তু ভারতের তরুণ অল রাউণ্ডার বিজয়কুমার পরপর চার-চারটি ডট বল খেলেন৷ ক্রিজের অপর ব্যাটসম্যান তখন মনীষ পাণ্ডে৷ স্বভাবতই তাঁকে বড় শট খেলতে হয়৷ মনীষও আউট হয়ে যান৷ তখন ম্যাচ বাঙলাদেশের পক্ষেই ঝুঁকে পড়ে৷ সে সময়ই ক্রিজে আসেন দীনেশ কার্ত্তিক৷ প্রথম বলেই দীনেশ ছক্কা হাঁকান৷ তারপর মাঠে যা ঘটে তা বিশ্ব ক্রিকেটে এক ইতিহাস৷ শেষ দু-ভারে ৩৪ রান দরকার ছিল ভারতের৷ ঠিক সময়েই জ্বলে উঠলেন দীনেশ কার্ত্তিক৷ মাত্র ৮ বলে তাঁর সংগ্রহ ২৯ রান করে ভারতকে ট্রফি এনে দিলেন৷ ভারতের কিংবদন্তী ‘মাষ্টার ব্লাস্টার’ শচীন তেণ্ডুলকর বলেছেন---অসাধারণ ইনিংস খেলেছেন কার্ত্তিক৷ শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো সহজ ব্যাপার নয়৷ সাবাশ দীনেশ!!

এই ম্যাচের সেরা খেলোয়াড় দীনেশ কার্ত্তিক হলেও সিরিজ সেরা হয়েছেন ভারতের তরুণ অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর৷