রূপনারায়ণপুরের আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনাসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ১২ই নভেম্বর আসানসোল জেলার রূপনারায়ণ পুরের ‘নান্দনিক’ হলে আনন্দমার্গ দর্শনের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনাসভায় আনন্দমার্গের  ওপর বক্তব্য রাখেন আচার্য-মোহনানন্দ অবধূত ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ স্বাগত ভাষণ দেন এখানকার বিশিষ্ট আনন্দমার্গী দেশবন্ধু মাইতি৷

আচার্য মোহনানন্দ অবধূত বলেন, আনন্দমার্গ এক সর্র্বনুসূ্যত দর্শন৷ সমাজের সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান এতে রয়েছে৷

আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন, আন্দমার্গ চায় সর্বাত্মক শোষনমুক্ত সমাজ৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রে--- সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্র বা অন্যান্যক্ষেত্রে   বর্তমানে নানান্ ধরণের শোষণ চলছে ৷ আনন্দমার্গের প্রবক্তা শ্রীশ্রী আনন্দমূর্ত্তি চেয়েছেন এক সর্বাত্মক শোষণমুক্ত---সর্বাত্মক প্রগতিশীল সমাজব্যবস্থা৷

অনুষ্ঠানে বিশেষভাবে স্থানীয় বুদ্ধিজীবীদের ও যুবা-যুবতীদের যোগদান লক্ষনীয়৷ দুপুর ১১টা থেকে ২টো পর্যন্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ আলোচনাসভার পর মিলিত আহারের ব্যবস্থা ছিল৷

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন শ্রী নির্মল ঘাঁটি মহাশয়৷