শাক-সব্জির কাব্য

লেখক
অরুণিমা

ঝিঙে বলে, আমায় খেলে

                বাড়বে তোমার বুদ্ধি,

পালং বলে, আমায় খেলে

                বাড়বে সবার শক্তি৷

নিম বলে, আমার পত্রে

                চর্ম রোগের মুক্তি,

কাঁকরোল বলে, আমায় খেলে

                বাড়বে স্মৃতিশক্তি৷

গাজর বলে, আমায় খেলে

                অনেক বড় হবে,

লাউ বলে, আমায় খেলে

                দৃষ্টিশক্তি বাড়বে৷

মুলো বলে, আমায় খেলে

                লিভার ভালো থাকবে,

উচ্ছে বলে, মুলোর আগে

                আমায় তবে রাখবে৷

আমরা সবাই তোমার সেবা

                করে যেতে চাই

তোমায় যেন আদর্শবান

                রূপে দেখতে পাই৷