সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
বোলপুর ঃ গত ২৯শে জুন বোলপুরের সুভাষ পল্লীতে (শান্তিনিকেতনে) আনন্দমাার্গের আশ্রমে (জাগৃতি) একটি দাতব্য হোমিও চিকিৎসাকেন্দ্র ‘আভা সেবা সদনে’র উদ্বোধন করা হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ইমাদপুর মাষ্টার ইয়ূনিটের রেক্টর মাষ্টার আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত৷ সুভাষপল্লীর স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবশংকর রায় লাল ফিতা কেটে- এই দাতব্য হোমিও চিকিৎসাকেন্দ্রটির উদ্বোধন করেন৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের বিশিষ্ট আনন্দমার্গী সুব্রত ঘোষাল, অমিয় ঘোষ, বন্দনা দে, ডাক বিভাগের অবসর প্রাপ্ত কর্মী শ্রী বিনোদ বিহারী মণ্ডল প্রমুখ৷ এদিন পাশ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ প্রথম দিন ডাঃ নরেশচন্দ্র দাস ও ডাঃ মিহির কুমার বসাক প্রায় ৫০ জন দুঃস্থ রোগীদের বিনাব্যয়ে চিকিৎসা করেন ও ঔষধ প্রদান করেন৷