সারা রাজ্য জুড়ে  তৃণমূল-বিজেপি দ্বৈরথ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিম বাংলার  সর্বত্র এখন কেবলমাত্র শোণা যাচ্ছে, রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক  বিজেপির মধ্যে দ্বৈরথ সমরের  কথা৷  তৃণমূল কংগ্রেস প্রতিবারের মতো ২১শে জুলাই  শহিদ দিবস উদ্যাপনের  জন্যে  ধর্মতলায়  সমাবেশের  ডাক দিয়েছে৷ অন্যদিকে  ১৬ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর মেদিনীপুরের সভাকে সফল করতে রাজ্য বিজেপির  পক্ষ থেকে  তোড়জোড়  শুরু হয়ে গেছে৷ জনগণের  স্বার্থ গৌণ---প্রত্যেক দল নিজ ক্ষমতা প্রদর্শনের জন্যে নিত্য নূতন কৌশল নিচ্ছে৷

প্রধানমন্ত্রী মোদী ১৬ই জুলাই  চাষীদের জন্যে তিনি যে কত দরাজ হস্ত তা কম্বুকণ্ঠে ঘোষণা করতে চান৷ তিনি জানাতে চাান, ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২০০টাকা বৃদ্ধি  করে বিজেপি এখন কর্ষক-দরদীর ভূমিকায়৷