স্বচ্ছতার এক মানবীয় চিত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে  বজায় রাখা যায় তারই  একটা দৃষ্টান্ত রাখলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী৷ তারিখটা ছিল ৫ই জুন পরিবেশ দিবসের দিন৷

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্করুট  এক হাতে  প্রয়োজনীয়  জরুরী কাগজপত্র ফাইল অন্যহাতে একমগ কফি নিয়ে পার্র্লমেন্টে গিয়েছিলেন৷ সিকিউরিটি গেটে ঢোকার মুখে  অনবধানতা বশতঃ কফিশুদ্ধ কাপ পার্র্লমেন্টের মেঝেতে পড়ে যায়৷ ফলে মেঝে নোংরা হয়ে যায়৷ তাঁর সঙ্গের লোকজন তা পরিষ্কার করতে হাউস ষ্টাফদের খবর দেন৷ অপেক্ষা না করে  প্রধানমন্ত্রী নিজেই পার্র্লমেন্টের  মেঝে পরিষ্কার করে ঝকঝকে করে  তুললেন৷ ততক্ষণে  হাউসষ্টাফরা উপস্থিত হয়ে প্রেসিডেন্টের এই সেবাপরায়ণতা দেকে মুগ্দ হয়ে যান৷

স্বচ্ছতা কিভাবে  বজায়  রাখা যায়  একটি জলন্ত উদাহরণ হয়ে রইলেন নেদারল্যান্ডের  প্রধানমন্ত্রী মিঃ মার্করুট৷