স্বপ্ণার পাশে রেল

সংবাদদাতা
মাধব বসাক
সময়

সবপ্না বর্মন ১সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জয় করেছেন বাঙালী মেয়ে স্বপ্ণা বর্মন৷ সারা দেশ স্বপ্ণার এই সাফল্যে গর্বিত৷ স্বপ্ণার সোণা জেতার পরে জানা যায় তাঁদের নিম্নবিত্ত পরিবার৷ তবু খেলার টানে আর প্রবল ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে স্বপ্ণা অসাধ্য সাধন করতে পেরেছে৷ আরও জানা গেছে যে এই সোণা জয়ী স্বপ্ণার খেলার মাঠে প্র্যাকটিস করার ভালো জুতোও নেই৷ এদিকে তাঁর দু’টি পায়েই ছয়টি করে আঙুল থাকায় অর্ডার দিয়ে জুতো বানিয়ে নিলে তাঁর যথেষ্ট সুবিধা হয়৷ ব্যাপারটি খবরে আসার পরেই ভারতীয় রেলের চেন্নাই শাখার রেলের ইণ্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রীসুধাংশু মনি আমেরিকার বিখ্যাত ‘নাইক’ কোম্পানী, যারা খেলাধূলার বিভিন্ন জুতো তৈরীর জন্যে বিশেষজ্ঞ---তাদের সঙ্গে যোগাযোগ করেন৷ ইণ্ডিগ্রাল কোচ ফ্যাকটির খেলাধূলার দপ্তরের অফিসারদের সূত্র থেকে জানা গেল ছ-জোড়া জুতো স্বপ্ণা বর্মনের কাছে তিন থেকে চার দিনের মধ্যে পাঠাতে পারবেন৷ তাঁরা এও জানান যদিও স্বপ্ণা বর্মনের সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই তবু ইতিহাস সৃষ্টিকারী এশিয়া জয়ী স্বর্ণপদক প্রাপ্ত স্বপ্ণা বর্মনকে এই সাহায্য করতে পেরে তাঁরা আনন্দিত৷