সভাপতির পদ ছাড়লেন টুটু বসু

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

সুদীর্ঘকাল মোহনবাগান ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করার পর এবার সিদ্ধান্ত নিলেন আর নয়, এবার দায়িত্বটা অন্য কাউকে নেবার জন্যে ফুটবল সচিব অঞ্জন মিত্রকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন৷ তাঁর কথায় শারীরিক কারণে আর সভাপতির দায়িত্বভার তিনি নিতে চান না৷ নিজের চেয়ারটা একদিন না একদিন সকলকেই ছাড়তে হয় কিন্তু একটা সঙ্কটাপন্ন সময়ে হঠাৎই এই খবরটা মোহনবাগান তাঁবুতে আলোড়ন ফেলে দিল৷ কারণ টুটু বসু নিজের উদ্যোগেই স্পন্সরহীন মোহনবাগানকে টেনে নিয়ে যাচ্ছিলেন৷ এখন ময়দানে বড় দলের আই লীগ, আই এস এল নিয়ে বিতর্ক চরমে৷ কোন দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেই নিয়েই নানান জল্পনা৷ এর মধ্যে এই খবর শুধু মোহনবাগান নয়, সারা কলকাতা ফুটবল মহলের কপালে চিন্তার ভাঁজ এনে দিয়েছে৷

প্রসঙ্গত টুটু বসুর পুত্র সৃঞ্জয় বসু জানালেন---বাবার শরীরটা খুব একটা ভাল নেই, আর তিনি হুইল চেয়ারে বসে তাঁবুতে আসা পছন্দ করছেন না৷

মোহনবাগান কর্তাদের কাছে এই খবরটা কতখানি চিন্তার তা জানার জন্যে ফোন করা হলে কেউই এই মুহূর্ত্তে মুখ খুলতে চাননি৷ তবে সকলেই একবাক্যে স্বীকার করেছেন---টুটুবাবুর অবর্তমানে ক্লাবের শূন্যতা অবশ্যই চিন্তার বিষয়৷ তবে মোহনবাগান বড় ক্লাব, পুরোনো ক্লাব৷ নিশ্চয়ই অনেক শুভানুধ্যায়ী এই সময়ে ক্লাবের পাশে এসে দাঁড়াবেন৷