সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ই অক্টোবর, উত্তর দিনাজপুর জেলার করণ দীঘিতে সেবাদল মহিলা বিভাগের দ্বারা পরিচালিত যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ উক্ত শিবিরে প্রায় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন৷ শিবিবের মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্যা৷ উনি মেয়েদের সমাজ সচেতন মূলক নানান বিষয়ের উপর উপদেশ দেন৷ মেয়েরা যাতে আগামীদিনে স্বনির্ভর, নিজেদের শরীর ও মন সুস্থ রাখতে পারে সে বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়৷
শিবির শেষে করণদীঘি বাজারে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন অবধূতিকা আনন্দ রূপাতীতা আচার্যা৷