বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত বিখ্যাত শেওড়াফুলি হাটের সংলগ্ণ সরু রাস্তাটি যার নাম শেওড়াফুলি-শ্রীরামপুর সংযোগ রক্ষাকারী রাস্তা সেটি জনসাধারণের চলাচলে যতদিন যাচ্ছে ততই অত্যন্ত বিপজ্জনক হয়ে যাচ্ছে৷ এই রাস্তাটি ছাতু গঞ্জ হয়ে মুসলমান পাড়া, কুমোর পাড়া ঘোষ পাড়া, চাতরা বাজার, মহাত্মা অশ্বীনি কুমার সরণী হয়ে শ্রীরামপুর গোঁসাই পাড়ায় মিশেছে৷ শ্রীরামপুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের জনবহুল এলাকা দিয়ে গঙ্গার ধার ঘেঁসে চলে গেছে৷ রাস্তাটি অত্যন্ত সরু হয়ে গেছে এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে প্রাথমিক সুকল , মন্দির , চাতরা নন্দলাল ইনষ্টিটিউশনের মতো বিখ্যাত শতাব্দী প্রাচীন বিদ্যালয়৷ এই রাস্তাটির পাশেই রয়েছে চাতরা পুলিশ ফাঁড়ি যেটিকে বন্ধ করে রাখা হয়েছে৷ জনবহুল রাস্তাটিতে সর্বদা অসংখ্য টোটো, অটো , লরি, মোটর, মোটর সাইকেল, সাইকেল চলাচল করছে৷ মানুষের চলার কোন অবস্থায় নেই৷ প্রায়ই দুর্ঘটনা ঘটছে৷ ফুটপাত বলতে কিছুই নেই৷ তাছাড়া রাস্তাটিতে ইঁট, বালি, পাথর পড়ে থাকায় আরও বিপদ বাড়াচ্ছে৷ এছাড়া রাস্তাটি প্রায়ই খোঁড়াখুঁড়ি করে একে অচল করেই রাখা হচ্ছে৷ নানাস্থানে গর্র্তে ভরে গেছে৷
শ্রীরামপুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের মধ্যে এটি পড়ে ৷ বিপজ্জনক রাস্তাটির সংস্কার অতি প্রয়োজন৷ এই রাস্তা দিয়ে বড়ো বড়ো লরি হাটের মাল বোঝাই করে প্রায় যাতায়াত করার জন্যে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ আইন অনুযায়ী ৩০ টনের অধিক মালবাহী লরি যাওয়াটা নিষিদ্ধ এই সরু রাস্তা দিয়ে৷
এ ব্যাপারে সরকার ও পৌরসভার কঠোর দৃষ্টি দেওয়ার দাবী জানায় স্থানীয় জনগণ৷