সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনেশন ফেডারেশনের প্রচার অভিযান

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

প্রতি বছরের মত এবারও গত ১৫ই আগষ্ট দেশের বাহাত্তর(৭২)তম স্বাধীনতা দিবসে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে শ্যামবাজার থেকে বিষ্ণুপুর (রাজারহাট) পর্যন্ত একটি বণার্ঢ্য থ্যালাসেমিয়া সচেতনতা ‘‘কার্যাবলী’’ অনুষ্ঠিত হয়৷ শ্যামবাজারে জাতীয় পতাকা উত্তোলন করেন সংঘটনের সহ-সভাপতি স্বামী সারদানন্দ মহারাজ৷ উদ্বোধন মঞ্চ থেকে শহীদ বীর সেনাদের উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করা হয়৷ পায়রা উড়িয়ে ও সবুজ পতাকা নেড়ে অনুষ্ঠানিকভাবে এই সচেতনতা ‘‘কারর্যালী’’র শুভ সূচনা করেন সংঘটনের সভাপতি ডাঃ ভাষ্কর মণি চট্টোপাধ্যায় ও সম্পাদক সঞ্জীব আচার্য সহ অনেক সদস্য৷ র্যালীর যাত্রাপথে ১৩টি স্থানে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সহযোগী সাথীরা এই র্যালীকে সম্বর্ধনা জানায়৷ সকাল ৯-৩০ মিনিটে ৬০টি গাড়ী-সমম্বিত র‍্যালীটি শুরু হয় বিকেলে বিষ্ণুপুর ‘জাগৃতি সংঘ’’-এর মাটে পৌঁছায় , সেখানে সমাপ্ত অনুষ্ঠানে  মূল বক্তা ছিলেন সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য্যসহ অন্যান্য বিশিষ্ট জনেরা৷ এই পুরো রাস্তাতেই চলে থ্যালাসেমিয়া রোধে অবিরাম প্রচার৷ অনুষ্ঠানে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুদ্র রায়, আবীর চট্টোপাধ্যায় ও আরো অনেকে৷

আগামী বছরের স্বাধীনতা দিবসে এই র‍্যালীর শুভ কামনা করে ও সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷