সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনে পক্ষ থেকে  বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতা

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে গত ১১ই ফেব্রুয়ারী, রবিবার উত্তর কলকাতার শান্তি ঘোষ ষ্ট্রীটের শিশুউদ্যানে ‘সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা’’ অনুষ্ঠিত হল৷ বসে আঁকো প্রতিযোগিতায় ৪০০ জন ও আবৃত্তি প্রতিযোগিতায় ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে৷

বসে আঁকো ও আবৃত্তিতে প্রতিটি বিভাগে  ৫ জন প্রতিযোগিকে বিচারক  মণ্ডলী বেছে নেন---১ম,২য়,৩য়,৪থ ও ৫ম৷ বসে আঁকো ও আবৃত্তিতে মোট ২০ জনকে  বিচারকগণ পুরসৃকত করেন৷ এই অনুষ্ঠান মঞ্চ থেকে অধ্যাপক অশোক পালিতকে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের  সম্পাদক সঞ্জীব আচার্য সম্বর্ধিত করেন৷ তিনি সকল অংশগ্রহণকারীকে সংঘটনের  পক্ষ থেকে ভর্তুকি মূল্যে থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষার প্রস্তাব দেন৷ তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য থ্যালাসেমিয়ামুক্ত সমাজ তৈরী করা৷ তিনি বলেন, সংঘটনের প্রতিটি অনুষ্ঠান পরিচালিত হয় অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে৷ প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন বাচিক শিল্পী দেবাশীষ বসু, শিল্পী মিন্টু পাল প্রমুখরা৷