সেরাম থ্যালাসেমিয়া ফেডারেশনের উদ্যোগে ফাগুন উৎসবে গুণীজন সম্বর্ধনা

সংবাদদাতা
অম্বর চট্টপাধ্যায়
সময়

সেরাম  থ্যালাসেমিয়া  প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে প্রতিবছরের মত এবারও দোলের প্রাক্মূহুর্তে গত ২৭শে ফেব্রুয়ারী সংঘটনের অডিটোরিয়ামে সাড়ম্বরে  অনুষ্ঠিত হল  ফাগুন উৎসব৷

উৎসবের  শুরুতে  রাধা-মাধবের  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়পুজা অর্চনার মাধ্যমে৷  এই  উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক  আমন্ত্রিতকে  রাঙিয়ে  দেওয়া হয় রং-বেরংয়ের  আবির  দিয়ে সঙ্গে রাধা-মাধবের  চরণের  প্রসাদ৷ উৎসবে সঙ্গীতে  পরিবেশন করেন ১৬ জন শিল্পী নৃত্য পরিবেশন করেন তিনটি  সংস্থার শিল্পীরা সঙ্গে আবৃত্তিও পরিবেশিত হয়৷

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ বিনয় কুমার ঘোষসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্বর্ধনা জ্ঞাপন  করা হয়--- এছাড়া প্রবীণ সাংবাদিক  ও সমাজসেবী অম্বর চট্যোপাধ্যায়েকে সম্বর্ধনা জানানো হয়৷

সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য মহাশয় সাংসৃকতিক অনুষ্ঠানের মাধ্যমে থ্যালাসেমিয়া সহ অন্যান্য কঠিন রোগ সম্বন্ধে জনচেতনা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন৷ অনুষ্ঠানে  প্রয়াত সুপ্রিয়া দেবী, শ্রীদেবী ও জটিলেশ্বর মুখোপাধ্যয়ের  স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷