সেরাম থ্যালাসেমিয়ার উদ্যোগে পথ পরিক্রমা রক্তদান শিবির  ও বসে  আঁকো  প্রতিযোগিতা

সংবাদদাতা
অম্বর চট্যোপাধ্যায়
সময়

বিশ্ব এইড্স দিবস (১লা ডিসেম্বর) কে সামনে রেখে  থ্যালাসেমিয়া প্রিভেন্টিভ ফেডারেশনের উদ্দ্যোগে ৩রা ডিসেম্বর (বিশ্ব প্রতিবন্ধী দিবস)-এ একটি বিশাল  বর্র্নঢ্য জনসভা ও মিছিলের আয়োজন করা হয়েছিল৷

মিছিলটি শ্যামবাজার  পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে  বিভিন্ন পথ পরিক্রমা করে শ্যামবাজারে শেষ হয়৷ অনুষ্ঠানের  উদ্বোধন করে প্রতিবন্ধী ছেলে মেয়েরা৷  শতাধিক ক্লাব ও সামাজিক সংঘটক এই পথক্রমায় অংশ গ্রহন করে৷

পথ পরিক্রমার পরে এক রক্তদান শিবির এর আয়োজন করা হয়- প্রায় ২০০ জন রক্তদান করেন৷ থ্যালাসেমিয়া  আক্রান্ত শিশুদের মধ্যে  বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়৷

সমাজসেবী সঞ্জয় ঘোষ, সত্যরঞ্জন দলুই, ভক্তিপদ দাস, ডাঃ পল্লব চ্যাটার্জী ও থ্যালাসেমিক  গার্ডিয়ানস্ এ্যাসোসিয়েশনকে বিশেষভাবে সন্মানিত করা হয়৷

সমগ্র অনুষ্ঠানটি সুষ্টভাবে সম্পন্ন হওয়ায় সেরাম থ্যালাসেমিয়ার সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান৷