মেমারী ঃ বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বিজয় ভট্টাচার্যের সহধর্মিনী প্রয়াতা সাধনা ভট্টাচার্যের ১০০তম জন্মবার্ষিকী পালিত হ’ল তাঁরই নানা কীর্তির তীর্থক্ষেত্র শিক্ষানিকেতনে৷ বহুগুণীজনের উজ্জ্বল উপস্থিতিতে গত ৫ নবেম্বর এই মহতী অনুষ্ঠানে প্রয়াতা স্বাধীনতা সংগ্রামী সাধনা ভট্টাচার্যের স্মৃতিচারণা করা হয়৷ জানা যায় অধুনা বাংলাদেশে সাধনাদেবীর জন্ম হয়৷ বিবাহের আগে তাঁর নাম ছিল সাধনা গুহ রায়৷ স্বাধীনতা লাভের পর শিক্ষানিকেতনে শিল্পবিদ্যালয়, বেসিক ট্রেনিং সেণ্টার বা বর্তমানে ডায়েট নামে পরিচিত বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্র, জুনিয়র হাইস্কুল, মাদারস্ ট্রেনিং সেণ্টার ইত্যাদি নানা ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান তৈরীতে অগ্রণী ভূমিকা গ্রহণ করে৷ জীবদ্দশায় তিনি শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি বহু গুরুত্বপূর্ণ সরকারী পদে আসীন ছিলেন৷ বয়স্ক শিক্ষা ও নারী শিক্ষা ছাড়া নিরক্ষরতা দূরীকরণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন৷ বহু সম্মানে ভূষিতা সাধনা দেবী এলাকার যে কোনও ধরণের সমস্যার সক্রিয় ভূমিকা পালন করেন৷ তাঁর প্রিত্রতষ্ঠিত সতীশচন্দ্র শিল্প বিদ্যালয় থেকে পাশ করে শ্রী সত্যনারায়ণ ঘোষ বর্তমানে এ রাজ্যের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি হয়েছেন৷ এছাড়া দেশে বিদেশে অসংখ্য মানুষ নানা ধরণের কাজে যুক্ত আছেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়