সীমার মাঝে

লেখক
স্বপন দে

সীমার মাঝে অসীম তুমি

কেমনে তোমায় পাই

অনলে অনিলে সাগরের তলে

খুঁজে ফিরি মরি তাই৷

পরমেশ্বর তোমার কথাই

মনে ভাবি বার বার

সবাকার লয়ে কি খেলায় আছ

হিসাব মিলেনা তার৷

বিশ্ব তোমার হাতের মুঠোয়

বিশ্বের তুমি প্রাণ

জগৎ মাঝারে তোমার কাননে

আমরা তোমার দান৷

তুমি চাও প্রভু সন্তান তব

আসুক তোমার কাছে

বরাভয় দানে হাসি মুখ খানি

মধুর বাঁশরী বাজে৷

সে বাঁশির টানে বল এস সবে

সুখের সাগরে ভাসো

দেবগুণে হও প্রতিষ্ঠিত

অসুরগণকে নাশো৷৷