ঢাকা (বাঙলাদেশ) ঃ গত ২২শে সেপ্ঢেম্বর- ২০১৭ ইং তারিখে নাটোর জেলার সিংড়া উপজেলাধীন হাট মুরশন গ্রাম নিবাসী মার্গী ভাই সুদেব চন্দ্র প্রামাণিক -এর প্রয়াত মাতৃ দেবী শ্রীমতি রাণীর শ্রাদ্ধানুষ্ঠান এক মনোমুগ্দকর আধ্যাত্মিক পরিবেশে পরমপূজ্য গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তির ‘‘চর্র্যচর্য’’ এর বিধি অনুযায়ী নিজ বাসভবনে মিলিত ঈশ্বর প্রণিধান ও আলোচনান্তে সুসম্পন্ন হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে বড় দাদা শ্রী যুগল চন্দ্র প্রামাণিক ও ভগ্ণীত্রয় শ্রীমতী মীরা রাণী, শ্রীমতী ক্ষীর রাণী ও মিনতি রাণী অংশগ্রহণ করেন৷ প্রচলিত মত-পথ পরিহার করে আনন্দমার্গ পদ্ধতিতে শ্রাদ্ধানুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয় নিয়ে জ্ঞানগর্ভ বিশদ আলোচনা করেন, সুকান্ত মোদক, গৌতম প্রামাণিক, শ্রাদ্ধকর্র্ত সুদেব প্রামানিক ও পরিমল দাশ৷ বিভিন্ন জেলা থেকে আগত আনন্দমার্গী দাদা-দিদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও এক আধ্যাত্মিক বাতাবরণ রচনা করেন৷
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সহযোগিতা করে আনন্দমার্গ প্রচারক সংঘের নন্দীগ্রাম উপভুক্তি ও সিংড়া উপভুক্তির আনন্দমার্গী দাদা ও দিদিরা৷ অনুষ্ঠানে উপস্থিত প্রয়াতার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রভৃতি আনন্দমার্গীয় শ্রাদ্ধানুষ্ঠানের যৌক্তিকতা উপলদ্ধি করেন৷