সি.পি.এম-কংগ্রেসে জোটের সম্ভবনায় ধাক্কা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সি.পি.এম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিজেপিকে হঠাতে কংগ্রেসের সঙ্গে জোটের  প্রস্তাব দিয়েছিলেন৷  কিন্তু  তাঁর বিপরীত মেরুতে অবস্থান করেন সি.পি.এম-এর  কেন্দ্রীয় কমিটির  কারাটপন্থীরা৷ বঙ্গের রাজ্য কমিটি ইয়েচুরির পক্ষে ছিল৷ অপরদিকে  কেরলের রাজ্য  কমিটি কারাটের পক্ষে৷ শেষ পর্যন্ত  ভোটাভুটি হয়৷  তাতে  ইয়েচুরির হার হয়৷  অর্র্থৎ কংগ্রেসের সঙ্গে জোটবাঁধার  তত্ত্ব অস্বীকৃত  হল৷ এই পরিস্থিতিতে ইয়েচুরি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে চান৷ সিপিএম-এর  বাঙলার রাজ্য নেতারা ইয়েচুরিকে পদত্যাগে নিষেধ করেন৷ পশ্চিমবঙ্গে বামেদের  অবস্থা শোচনীয়৷ প্রতিটি নির্বাচনেই তাদের রাজ্যনেতারা  কংগ্রেসের হাত ধরতে মুখিয়ে আছে৷

তাহলে কি কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটের  সম্ভাবনা আর একেবারেই  নেই৷ ইয়েচুরির সমর্থকরা বলেন, এপ্রিলে পার্টি কংগ্রেসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত  নেওয়া হবে৷