লেখক
শিবরাম চক্রবর্ত্তী
শীতকালটা লাগে ভাল একঘেয়েমী যায়
পরমপুরুষ তাই শীতকে সময়মত পাঠায়৷
শীতকালটা লাগে ভাল তুলোর লেপে শুয়ে
তাই তো মলয় আনন্দে ঘুমোয় সময়ের জ্ঞান খুইয়ে৷
শীতকালটা লাগে ভাল পিঠে পড়লে পেটে
আর যদি পাই নলেন গুড় তারে খুব খাই চেটে৷
শীতকালটা লাগে ভাল শীতের নানান সব্জি
গিন্নি রেঁধে পাতে দিতে খাই ডুবিয়ে কব্জি৷
শীতকালটা লাগে ভাল বয়স্করা যদি
গরম জলে নাইতে পারে লাগে না তার সর্দি৷
শীতকালটা লাগে ভাল যদি গরীবের দল
পায় যদি শীতের সম্বল একটি গরম কম্বল৷
শীতকালটা লাগে ভাল চাষীর এই সময়
যে ধান ফলায় তার মূল্য তারা যদি ঠিক পায়৷
- Log in to post comments