শিউড়ী ডিট লেভেল সেমিনার উপলক্ষ্যে পথ সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ইমাদপুর মাষ্টার ইউনিটে ডিট লেভেল সেমিনার অনুষ্টিত হয়৷ সেমিনারের প্রশিক্ষক হিসাবে ছিলেন বর্তমান ডায়োসিসের সেক্রেটারী আচার্য কৃতাত্মানন্দ অবধূত ও কলকাতা থেকে আগত আচার্য প্রসূনানন্দ অবধূত৷ ২৫ শে ফেব্রুয়ারী বিকালে স্থানীয় পারুই বাজারে আনন্দমার্গের পক্ষ থেকে এক পথসভায় আয়োজন করা হয়৷ এই পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মার্গী শ্রী সুশান্ত দত্ত, মাষ্টার ইউনিটের সেক্রেটারী আঃ সৌম্যসুন্দরানন্দ অবধূত ও শিউড়ি ডিটের সেক্রেটারী আচার্য্য সৌম্যশিবানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গের ধর্মচিন্তা প্রসঙ্গে বক্তব্য রাখেন৷ এরপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তাঁর বক্তব্যে তিনি আনন্দমার্গের সর্বাত্মক জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন৷ সেমিনার ও পথসভায় সংঘটক ছিলেন আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত৷